Ajker Patrika

বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, সম্পাদক হেনা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৮: ৫৬
বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, সম্পাদক হেনা

বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আসগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গণনা শেষে তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সম্মেলন পরিচালনার মিডিয়া উপকমিটির সদস্য কালাম আজাদ।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ভোট গ্রহণ শুরু হয় দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জেলার ১২ উপজেলা ও ১২টি পৌর সভার মধ্যে ২২টি ইউনিটের (ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়নি) ২ হাজার ২২২ জন কাউন্সিলের এই সম্মেলনের ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ২ হাজার ১৫৬ জন ভোট প্রদান করেন।

গণনায় রেজাউল করিম বাদশা ১ হাজার ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী যথাক্রমে সাইফুল ইসলাম ৯১৩ ভোট ও ফজলুল হক তালুকদার বেলাল ৮১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা ১ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।

সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁদের ভোট গণনা চলছিল বলেও মিডিয়া উপকমিটি থেকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত