নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি হাট ইজারা নিয়েছেন শওকত আলীসহ কয়েকজন, আর দামকুড়া পশুর হাট মোহাম্মদ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। রবি ও বুধবার হাটদুটি বসে।
গতকাল রোববার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট, চব্বিশনগর, পবার কৈকুড়ি মোড়, দারুসা হাট হাজির মোড় ও মুরারিপুর সিদ্দিকের মোড়ে গিয়ে দেখা যায়, দুই হাটের ইজারাদারের লোকজনই এসব জায়গায় অবস্থান নিয়েছেন। গরু-মহিষবাহী গাড়িগুলোকে দুটি পক্ষ দুই হাটের রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কয়েক জায়গায় তাঁদের নিবৃত করতে পুলিশ সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এ দিকে দুই পক্ষের টানাটানিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পশুবাহী গাড়ির জটল বাঁধতেও দেখা গেছে।
দামকুড়া হাটে আবদুর রহমান মিলন নামের এক ব্যাপারী বলেন, ‘রাস্তা থেকে ধরে এই হাটে আমাদের ঢোকানো হয়েছে। হাটে কোনো ক্রেতা নেই। হাটে ঢুকে বিপদে পড়ে গেছি। সিটি হাটে ক্রেতা বেশি। যেতে পারলে ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া হাটের ইজারাদার শাহজাহান আলী দাবি করেন, হাট শুরুর পর কোনো দিন তাঁরা রাস্তা থেকে গরু ধরে আনেননি। সিটি হাটের লোকজনই শুরু থেকে গরু নিয়ে যাচ্ছে। ফলে তাঁরাও আজ (রোববার) বাধ্য হয়েছেন।
সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, ‘আমরা রাস্তা থেকে কোনো গরু ধরে আনছি না। দামকুড়া হাটের লোকজনই রাস্তা থেকে গরু নিয়ে যাচ্ছে। তাঁদের এ কাজে বাধা দেওয়ার জন্য আমাদের লোকজন গেছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘দুটি হাট একই দিনে বসার কারণে এই জটিলতা। পুলিশ মাঠে কাজ করছে এটা নিশ্চিত করতে যে, কেউ যেন ব্যাপারীদের গরু নিয়ে টানাটানি না করেন। তাদের যে হাট পছন্দ, তাঁরা সে হাটে গরু নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এটা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ আছে। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। এটা নিয়ে কোনো উত্তেজনা আছে বলে আমাদের কাছে খবর নেই।’
রাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি হাট ইজারা নিয়েছেন শওকত আলীসহ কয়েকজন, আর দামকুড়া পশুর হাট মোহাম্মদ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। রবি ও বুধবার হাটদুটি বসে।
গতকাল রোববার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট, চব্বিশনগর, পবার কৈকুড়ি মোড়, দারুসা হাট হাজির মোড় ও মুরারিপুর সিদ্দিকের মোড়ে গিয়ে দেখা যায়, দুই হাটের ইজারাদারের লোকজনই এসব জায়গায় অবস্থান নিয়েছেন। গরু-মহিষবাহী গাড়িগুলোকে দুটি পক্ষ দুই হাটের রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কয়েক জায়গায় তাঁদের নিবৃত করতে পুলিশ সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এ দিকে দুই পক্ষের টানাটানিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পশুবাহী গাড়ির জটল বাঁধতেও দেখা গেছে।
দামকুড়া হাটে আবদুর রহমান মিলন নামের এক ব্যাপারী বলেন, ‘রাস্তা থেকে ধরে এই হাটে আমাদের ঢোকানো হয়েছে। হাটে কোনো ক্রেতা নেই। হাটে ঢুকে বিপদে পড়ে গেছি। সিটি হাটে ক্রেতা বেশি। যেতে পারলে ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া হাটের ইজারাদার শাহজাহান আলী দাবি করেন, হাট শুরুর পর কোনো দিন তাঁরা রাস্তা থেকে গরু ধরে আনেননি। সিটি হাটের লোকজনই শুরু থেকে গরু নিয়ে যাচ্ছে। ফলে তাঁরাও আজ (রোববার) বাধ্য হয়েছেন।
সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, ‘আমরা রাস্তা থেকে কোনো গরু ধরে আনছি না। দামকুড়া হাটের লোকজনই রাস্তা থেকে গরু নিয়ে যাচ্ছে। তাঁদের এ কাজে বাধা দেওয়ার জন্য আমাদের লোকজন গেছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘দুটি হাট একই দিনে বসার কারণে এই জটিলতা। পুলিশ মাঠে কাজ করছে এটা নিশ্চিত করতে যে, কেউ যেন ব্যাপারীদের গরু নিয়ে টানাটানি না করেন। তাদের যে হাট পছন্দ, তাঁরা সে হাটে গরু নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এটা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ আছে। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। এটা নিয়ে কোনো উত্তেজনা আছে বলে আমাদের কাছে খবর নেই।’
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদ। নদের পানি ব্যবহার করায় চর্মসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ছোঁয়াচে হওয়ায় অনেক রোগ ছড়াচ্ছে দ্রুত। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে।
৪ ঘণ্টা আগেরংপুরের কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। তাই কারমাইকেল কলেজ ছাত্র সংসদের (কাকসু) তহবিলে অলস পড়ে আছে প্রায় ১ কোটি টাকা।
৪ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর চার দিনের মাথায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তাঁরা। এমনকি মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডে
৫ ঘণ্টা আগেরাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের সম্পর্ক আর আগের মতো নেই বলে জানিয়েছে দলীয় সূত্র। তাঁরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুজনের মধ্যে কথা বলাবলিও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ কর্মীরা।
৫ ঘণ্টা আগে