নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি হাট ইজারা নিয়েছেন শওকত আলীসহ কয়েকজন, আর দামকুড়া পশুর হাট মোহাম্মদ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। রবি ও বুধবার হাটদুটি বসে।
গতকাল রোববার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট, চব্বিশনগর, পবার কৈকুড়ি মোড়, দারুসা হাট হাজির মোড় ও মুরারিপুর সিদ্দিকের মোড়ে গিয়ে দেখা যায়, দুই হাটের ইজারাদারের লোকজনই এসব জায়গায় অবস্থান নিয়েছেন। গরু-মহিষবাহী গাড়িগুলোকে দুটি পক্ষ দুই হাটের রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কয়েক জায়গায় তাঁদের নিবৃত করতে পুলিশ সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এ দিকে দুই পক্ষের টানাটানিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পশুবাহী গাড়ির জটল বাঁধতেও দেখা গেছে।
দামকুড়া হাটে আবদুর রহমান মিলন নামের এক ব্যাপারী বলেন, ‘রাস্তা থেকে ধরে এই হাটে আমাদের ঢোকানো হয়েছে। হাটে কোনো ক্রেতা নেই। হাটে ঢুকে বিপদে পড়ে গেছি। সিটি হাটে ক্রেতা বেশি। যেতে পারলে ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া হাটের ইজারাদার শাহজাহান আলী দাবি করেন, হাট শুরুর পর কোনো দিন তাঁরা রাস্তা থেকে গরু ধরে আনেননি। সিটি হাটের লোকজনই শুরু থেকে গরু নিয়ে যাচ্ছে। ফলে তাঁরাও আজ (রোববার) বাধ্য হয়েছেন।
সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, ‘আমরা রাস্তা থেকে কোনো গরু ধরে আনছি না। দামকুড়া হাটের লোকজনই রাস্তা থেকে গরু নিয়ে যাচ্ছে। তাঁদের এ কাজে বাধা দেওয়ার জন্য আমাদের লোকজন গেছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘দুটি হাট একই দিনে বসার কারণে এই জটিলতা। পুলিশ মাঠে কাজ করছে এটা নিশ্চিত করতে যে, কেউ যেন ব্যাপারীদের গরু নিয়ে টানাটানি না করেন। তাদের যে হাট পছন্দ, তাঁরা সে হাটে গরু নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এটা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ আছে। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। এটা নিয়ে কোনো উত্তেজনা আছে বলে আমাদের কাছে খবর নেই।’
রাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি হাট ইজারা নিয়েছেন শওকত আলীসহ কয়েকজন, আর দামকুড়া পশুর হাট মোহাম্মদ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। রবি ও বুধবার হাটদুটি বসে।
গতকাল রোববার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট, চব্বিশনগর, পবার কৈকুড়ি মোড়, দারুসা হাট হাজির মোড় ও মুরারিপুর সিদ্দিকের মোড়ে গিয়ে দেখা যায়, দুই হাটের ইজারাদারের লোকজনই এসব জায়গায় অবস্থান নিয়েছেন। গরু-মহিষবাহী গাড়িগুলোকে দুটি পক্ষ দুই হাটের রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কয়েক জায়গায় তাঁদের নিবৃত করতে পুলিশ সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এ দিকে দুই পক্ষের টানাটানিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পশুবাহী গাড়ির জটল বাঁধতেও দেখা গেছে।
দামকুড়া হাটে আবদুর রহমান মিলন নামের এক ব্যাপারী বলেন, ‘রাস্তা থেকে ধরে এই হাটে আমাদের ঢোকানো হয়েছে। হাটে কোনো ক্রেতা নেই। হাটে ঢুকে বিপদে পড়ে গেছি। সিটি হাটে ক্রেতা বেশি। যেতে পারলে ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া হাটের ইজারাদার শাহজাহান আলী দাবি করেন, হাট শুরুর পর কোনো দিন তাঁরা রাস্তা থেকে গরু ধরে আনেননি। সিটি হাটের লোকজনই শুরু থেকে গরু নিয়ে যাচ্ছে। ফলে তাঁরাও আজ (রোববার) বাধ্য হয়েছেন।
সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, ‘আমরা রাস্তা থেকে কোনো গরু ধরে আনছি না। দামকুড়া হাটের লোকজনই রাস্তা থেকে গরু নিয়ে যাচ্ছে। তাঁদের এ কাজে বাধা দেওয়ার জন্য আমাদের লোকজন গেছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘দুটি হাট একই দিনে বসার কারণে এই জটিলতা। পুলিশ মাঠে কাজ করছে এটা নিশ্চিত করতে যে, কেউ যেন ব্যাপারীদের গরু নিয়ে টানাটানি না করেন। তাদের যে হাট পছন্দ, তাঁরা সে হাটে গরু নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এটা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ আছে। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। এটা নিয়ে কোনো উত্তেজনা আছে বলে আমাদের কাছে খবর নেই।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে