Ajker Patrika

কোটা পুনর্বহালের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
কোটা পুনর্বহালের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি। 

সংগঠনের সভাপতি নকুল পাহান এতে সভাপতিত্ব করেন। বক্তারা কোটা পুনর্বহাল রাখার দাবি জানান। এ ছাড়া ৪০ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীকে সুপারিশ না করার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান তাঁরা। 

বক্তারা বলেন, কোটা তুলে দেওয়ার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সুপারিশ করা হয়নি। আদিবাসীদের এই ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিও জানান তাঁরা। 

তাঁরা বলেন, কোটা বাতিল করার পর্যায়ে এখনো আদিবাসীরা পৌঁছায়নি। কারণ কখনো আদিবাসীদের ৫ শতাংশ কোটার পূর্ণ বাস্তবায়ন হয়নি। তাই এখনো আদিবাসীরা উন্নয়নের প্রান্তিক পর্যায়ে রয়েছেন। তাঁদের শিক্ষা এবং চাকরির যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাঁরা ৪০ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকায় আদিবাসীদের পুনর্বিবেচনা করে ফলাফল প্রকাশ করার দাবি জানান তাঁরা। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, কোষাধ্যক্ষ অনিল রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুশান্ত মাহাতো, সহসভাপতি কলাবতি মাহাতো, সাধারণ সম্পাদক লখিন সরদার, নারী বিষয়ক সম্পাদক তৃষা হেমব্রম, সদস্য মিলন মাহাতো প্রমুখ। এ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতি ভূষণ মাহাতো এবং ছাত্রনেতা তামিম সিরাজী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত