রাজশাহী প্রতিনিধি
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের সভাপতি নকুল পাহান এতে সভাপতিত্ব করেন। বক্তারা কোটা পুনর্বহাল রাখার দাবি জানান। এ ছাড়া ৪০ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীকে সুপারিশ না করার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান তাঁরা।
বক্তারা বলেন, কোটা তুলে দেওয়ার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সুপারিশ করা হয়নি। আদিবাসীদের এই ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিও জানান তাঁরা।
তাঁরা বলেন, কোটা বাতিল করার পর্যায়ে এখনো আদিবাসীরা পৌঁছায়নি। কারণ কখনো আদিবাসীদের ৫ শতাংশ কোটার পূর্ণ বাস্তবায়ন হয়নি। তাই এখনো আদিবাসীরা উন্নয়নের প্রান্তিক পর্যায়ে রয়েছেন। তাঁদের শিক্ষা এবং চাকরির যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাঁরা ৪০ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকায় আদিবাসীদের পুনর্বিবেচনা করে ফলাফল প্রকাশ করার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, কোষাধ্যক্ষ অনিল রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুশান্ত মাহাতো, সহসভাপতি কলাবতি মাহাতো, সাধারণ সম্পাদক লখিন সরদার, নারী বিষয়ক সম্পাদক তৃষা হেমব্রম, সদস্য মিলন মাহাতো প্রমুখ। এ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতি ভূষণ মাহাতো এবং ছাত্রনেতা তামিম সিরাজী।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের সভাপতি নকুল পাহান এতে সভাপতিত্ব করেন। বক্তারা কোটা পুনর্বহাল রাখার দাবি জানান। এ ছাড়া ৪০ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীকে সুপারিশ না করার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান তাঁরা।
বক্তারা বলেন, কোটা তুলে দেওয়ার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সুপারিশ করা হয়নি। আদিবাসীদের এই ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিও জানান তাঁরা।
তাঁরা বলেন, কোটা বাতিল করার পর্যায়ে এখনো আদিবাসীরা পৌঁছায়নি। কারণ কখনো আদিবাসীদের ৫ শতাংশ কোটার পূর্ণ বাস্তবায়ন হয়নি। তাই এখনো আদিবাসীরা উন্নয়নের প্রান্তিক পর্যায়ে রয়েছেন। তাঁদের শিক্ষা এবং চাকরির যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাঁরা ৪০ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত তালিকায় আদিবাসীদের পুনর্বিবেচনা করে ফলাফল প্রকাশ করার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, কোষাধ্যক্ষ অনিল রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুশান্ত মাহাতো, সহসভাপতি কলাবতি মাহাতো, সাধারণ সম্পাদক লখিন সরদার, নারী বিষয়ক সম্পাদক তৃষা হেমব্রম, সদস্য মিলন মাহাতো প্রমুখ। এ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতি ভূষণ মাহাতো এবং ছাত্রনেতা তামিম সিরাজী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৮ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৯ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে