সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলামকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় বেলকুচি পৌর সভার মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার এই আদালতে ওই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। আগামী ২৯ ডিসেম্বর পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতের বেঞ্চ সহকারী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজার বনিক সমবায় সমিতির গত ১৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন পরিচালনার জন্য বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তাকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের পূর্বেই বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা টেলিফোনে নানাবিধ কথা বলে নির্বাচনী কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ দেন।
পরবর্তীতে মেয়রের সঙ্গে সমবায় কর্মকর্তার সাক্ষাৎ হলে মেয়র বলেন, ‘পৌরসভার মধ্যে বাজার। অনেক টাকা বাকি। এ ছাড়া ভোটার তালিকায় সমস্যা আছে। আপনি নির্বাচন বন্ধ করেন।’ পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারি রাত ১টা ২৩ মিনিটে মেয়রের ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে সমবায় অফিসারকে হুমকি দেন। এতে সমবায় অফিসার নিরাপত্তা হীনতায় ভুগছেন উল্লেখ করে গত ১৩ জানুয়ারি বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে বেলকুচি থানার উপপরিদর্শক নূরে আলম সিদ্দিকী সাধারণ ডায়েরিটি তদন্ত করেন। তদন্তকালে সাক্ষ্য প্রমাণে উপজেলা সমবায় কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেওয়া ও হুমকির বিষয়ে প্রাথমিকভাবে সত্য প্রমাণ পাওয়ায় গত ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর আজ প্রথম সাক্ষ্য গ্রহণ করার দিন ধার্য করেন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলামকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় বেলকুচি পৌর সভার মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার এই আদালতে ওই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। আগামী ২৯ ডিসেম্বর পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতের বেঞ্চ সহকারী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজার বনিক সমবায় সমিতির গত ১৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন পরিচালনার জন্য বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তাকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের পূর্বেই বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা টেলিফোনে নানাবিধ কথা বলে নির্বাচনী কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ দেন।
পরবর্তীতে মেয়রের সঙ্গে সমবায় কর্মকর্তার সাক্ষাৎ হলে মেয়র বলেন, ‘পৌরসভার মধ্যে বাজার। অনেক টাকা বাকি। এ ছাড়া ভোটার তালিকায় সমস্যা আছে। আপনি নির্বাচন বন্ধ করেন।’ পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারি রাত ১টা ২৩ মিনিটে মেয়রের ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে সমবায় অফিসারকে হুমকি দেন। এতে সমবায় অফিসার নিরাপত্তা হীনতায় ভুগছেন উল্লেখ করে গত ১৩ জানুয়ারি বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে বেলকুচি থানার উপপরিদর্শক নূরে আলম সিদ্দিকী সাধারণ ডায়েরিটি তদন্ত করেন। তদন্তকালে সাক্ষ্য প্রমাণে উপজেলা সমবায় কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেওয়া ও হুমকির বিষয়ে প্রাথমিকভাবে সত্য প্রমাণ পাওয়ায় গত ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর আজ প্রথম সাক্ষ্য গ্রহণ করার দিন ধার্য করেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
৫ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১০ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১৫ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২০ মিনিট আগে