Ajker Patrika

ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮: ৫২
ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

রাজশাহীতে সোনালী ব্যাংকের আলুপট্টি করপোরেট শাখা থেকে গ্রাহকের ৫ লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কৌশলে কেউ গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে মুহূর্তেই উধাও হয়ে গেছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাৎক্ষণিক পুলিশকে জানানো হলেও টাকা উদ্ধার হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। 

ভুক্তভোগী হলেন নগরীর বালিয়াপুকুর শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক আবদুল গফুর। 

আবদুল গফুর জানান, সোনালী ব্যাংকের আলুপট্টি শাখায় ৫ লাখ টাকা জামা দিতে যান। এরপর টাকার ব্যাগ পাশে রেখে জমা বই পূরণ করছিলেন। এরই মধ্যে তাঁর পাশে থাকা টাকার ব্যাগটি দেখতে পাননি তিনি। ভুক্তভোগীর ধারণা, সংঘবদ্ধ চক্রের সদস্যরা এই টাকার ব্যাগটি নিয়ে মুহূর্তের মধ্যেই সটকে পড়ে। 

সিসিটিভিতে টাকা নিয়ে উধাও হওয়ার দৃশ্য ধরা পড়ে। এ ঘটনার পর তিনি সঙ্গে বিষয়টি পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন। এ ঘটনায় তিনি নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন। 

এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রাহ করা হয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযানও শুরু করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত