Ajker Patrika

ওভারটেকিং করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৮: ০৯
ওভারটেকিং করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৫

নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে ট্রাক-বাসের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার সাড়ে ১১টার দিকে শ্রীরামপুর মৌজার আইড়মারি ব্রিজ এলাকার বাঁকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম বারেক সরদার (৬০)। তিনি পাবনা জেলার বাহিরচর গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি ওই ট্রাকের চালক ছিলেন। 

এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর ইসলাম বাবু বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হারভেস্টর বহনকারী ট্রাক শ্রীরামপুর মৌজার আইড়মারি ব্রিজ এলাকার বাঁকে ওভারটেকিং করার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। 

হানিফ পরিবহনের যাত্রী শান্ত বলেন, ‘কুষ্টিয়া থেকে চাকরির উদ্দেশে ঢাকা যাচ্ছিলাম। আসন নম্বর এফ-৪। গাড়ি ছাড়ার পর থেকে দ্রুতগতিতে চলছিল। বাঁকে ট্রাক এসে সামনের গাড়িকে ওভারটেকিং করার সময় হানিফ পরিবহনের সাথে সংঘর্ষ হয়।’ 

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মশিউর রহমান বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত