বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে ট্রাক-বাসের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সাড়ে ১১টার দিকে শ্রীরামপুর মৌজার আইড়মারি ব্রিজ এলাকার বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বারেক সরদার (৬০)। তিনি পাবনা জেলার বাহিরচর গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি ওই ট্রাকের চালক ছিলেন।
এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর ইসলাম বাবু বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হারভেস্টর বহনকারী ট্রাক শ্রীরামপুর মৌজার আইড়মারি ব্রিজ এলাকার বাঁকে ওভারটেকিং করার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।
হানিফ পরিবহনের যাত্রী শান্ত বলেন, ‘কুষ্টিয়া থেকে চাকরির উদ্দেশে ঢাকা যাচ্ছিলাম। আসন নম্বর এফ-৪। গাড়ি ছাড়ার পর থেকে দ্রুতগতিতে চলছিল। বাঁকে ট্রাক এসে সামনের গাড়িকে ওভারটেকিং করার সময় হানিফ পরিবহনের সাথে সংঘর্ষ হয়।’
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মশিউর রহমান বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে ট্রাক-বাসের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সাড়ে ১১টার দিকে শ্রীরামপুর মৌজার আইড়মারি ব্রিজ এলাকার বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বারেক সরদার (৬০)। তিনি পাবনা জেলার বাহিরচর গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি ওই ট্রাকের চালক ছিলেন।
এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর ইসলাম বাবু বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হারভেস্টর বহনকারী ট্রাক শ্রীরামপুর মৌজার আইড়মারি ব্রিজ এলাকার বাঁকে ওভারটেকিং করার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।
হানিফ পরিবহনের যাত্রী শান্ত বলেন, ‘কুষ্টিয়া থেকে চাকরির উদ্দেশে ঢাকা যাচ্ছিলাম। আসন নম্বর এফ-৪। গাড়ি ছাড়ার পর থেকে দ্রুতগতিতে চলছিল। বাঁকে ট্রাক এসে সামনের গাড়িকে ওভারটেকিং করার সময় হানিফ পরিবহনের সাথে সংঘর্ষ হয়।’
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মশিউর রহমান বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে