Ajker Patrika

ঈদের ৩ দিন রাজশাহীতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৫: ৫৪
ঈদের ৩ দিন রাজশাহীতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

ঈদুল আজহার সময় রাজশাহী শহরে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের আগের দিন থেকে পরদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আরএমপি কমিশনার তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দিয়েছেন। নির্ধারিত সময়ে অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি বা ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে। 

একই সঙ্গে ঈদের নামাজ পড়তে ঈদগাহে জায়নামাজ ছাড়া কোনো ধরনের ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্য নিয়ে যাওয়া যাবে না। 

আরএমপি জানিয়েছে, এসব আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত