Ajker Patrika

সড়কে বিকল হয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৫: ২৬
সড়কে বিকল হয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

সারা দিন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উল্টে পড়ে ছিল একটি ট্রাক। রাতে সেই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকার নুরে আলম ফিলিং স্টেশনের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (৩০)। তিনি বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

নুরে আলম ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার বলেন, ‘বৃহস্পতিবার সকালে মহাসড়কে একটি ট্রাক উল্টে যায়। সারা দিন সেই ট্রাক রাস্তার ওপরেই ছিল। সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী বুঝতে না পেরে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।’

নিহতের বাবা আব্দুল খালেক বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছি। অন্যের বাড়িতে দিনমজুরি করে ছেলেকে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করিয়েছি। কিছুদিন হলো একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে ময়মনসিংহ জেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিল। চাকরির সুবিধার্থে সে একটি মোটরসাইকেল কিনে। ছেলে বলত, আর কয়েক দিন পরই পরিবারের হাল ধরবে, আমার কষ্ট দূর হবে। কিন্তু সেই কষ্ট আর দূর হলো না। মায়ের কাছে ফোন করে বলেছিল, আমি বাড়ি আসছি। অথচ বাড়ি আসল, কিন্তু লাশ হয়ে।’

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘রাস্তার কাজ করা বিটুমিনবোঝাই ট্রাকটি বিকল হয়ে যায়। সেই বিটুমিন অপসারণ করতে সন্ধ্যা হয়ে যায়। নিহতের বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত