Ajker Patrika

হত্যা মামলায় রাজশাহীতে ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
হত্যা মামলায় রাজশাহীতে ৯ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় রাজশাহীতে নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় দেন। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত ১৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন। 

দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলাম, মো. রনি, শাহজাহান আলী সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী, ইমরান আলী, আশরাফ আলী ও ফারুক হোসেন। 

আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, সাজাপ্রাপ্তরা জোতকার্তিক আদর্শ গ্রামের খোকন আলী (৩৫) হত্যা মামলার আসামি। ২০২২ সালের ৮ এপ্রিল মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দিন নিহতের স্ত্রী রুপা বেগম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে চারঘাট থানায় মামলা করেন। 

তিনি বলেন, তদন্ত শেষে পুলিশ ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামে এক আসামির মৃত্যু হয়। পরে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। 

এরপর রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত