চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় জনতার হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।
আজ বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জনতা বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
আটক বিএসএফ সদস্যের নাম গণেশ মূর্তি (৪৩)। তিনি ভারতের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র কনস্টেবল।
স্থানীয়রা জানান, জহুরপুর সীমান্তের ১৯ নম্বর মূল পিলারের ৫ নম্বর সাব পিলারসংলগ্ন সাতরশিয়া এলাকায় কয়েকজন রাখাল গরু-ছাগল চরাচ্ছিলেন। একপর্যায়ে কিছু গবাদি পশু ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ সদস্য গণেশ মূর্তি তা তাড়াতে গিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি এক রাখালকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
পরে খবর পেয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেন।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘আটকের সময় গণেশ মূর্তির সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ ছিল। তিনি ছিলেন মদ্যপ অবস্থায়। নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় জনতার হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।
আজ বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জনতা বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
আটক বিএসএফ সদস্যের নাম গণেশ মূর্তি (৪৩)। তিনি ভারতের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র কনস্টেবল।
স্থানীয়রা জানান, জহুরপুর সীমান্তের ১৯ নম্বর মূল পিলারের ৫ নম্বর সাব পিলারসংলগ্ন সাতরশিয়া এলাকায় কয়েকজন রাখাল গরু-ছাগল চরাচ্ছিলেন। একপর্যায়ে কিছু গবাদি পশু ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ সদস্য গণেশ মূর্তি তা তাড়াতে গিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি এক রাখালকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
পরে খবর পেয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেন।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘আটকের সময় গণেশ মূর্তির সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ ছিল। তিনি ছিলেন মদ্যপ অবস্থায়। নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে