Ajker Patrika

বগুড়া জেলা মহিলা দল সভানেত্রী লাভলী রহমান মারা গেছেন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৫: ৩৫
বগুড়া জেলা মহিলা দল সভানেত্রী লাভলী রহমান মারা গেছেন

বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির সহসভাপতি লাভলী রহমান (৬৩) মারা গেছেন। আজ সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে বগুড়া শহরের একটি ক্লিনিকে মারা যান তিনি।

বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাভলী রহমান বেশ কিছুদিন ধরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। আজ সোমবার সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থবোধ করলে তাঁকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটে লাভলী রহমান মারা যান।

লাভলী রহমান বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলাও রয়েছে।

লাভলী রহমান বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার মোছাদ্দের হোসেন আকন্দের স্ত্রী।  তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

লাভলী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সিনিয়র সহসভাতি শাহাজাদী লায়লা, সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরী, বগুড়া শহর মহিলা দলের সভানেত্রী শাহিনুর বেগম শানু, সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি ও শায়লা ইসলম মুক্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত