Ajker Patrika

৫৪৪ দিন পর পুঠিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাজল ঘণ্টা

প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩২
৫৪৪ দিন পর পুঠিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাজল ঘণ্টা

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রাজশাহীর পুঠিয়া উপজেলায় খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম। 

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে ১৮টি কলেজের শিক্ষার্থী রয়েছে প্রায় ৯ হাজার ৩০০ জন। ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫ হাজার ৯৭৫ জন, ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫০০ জন। এ ছাড়া ১৪টি মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। ব্যক্তিমালিকানাধীন ২৫টি কিন্ডারগার্টেনে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩ হাজার।

সরেজমিনে আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখা গেছে, আজ সকাল ৯টার মধ্যে বেশির ভাগ শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন। শ্রেণিকক্ষে প্রবেশের আগে সব শিক্ষার্থীর মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে সকাল ১০টা থেকে শুরু হয় পাঠদান। তবে দীর্ঘদিন পর নতুন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে পরিচয় ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে বেশি আলোচনা করেন শিক্ষকেরা।

ঝলমলিয়া হাইস্কুলে শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন, গত বছর নবম শ্রেণিতে ভর্তির পর মাত্র দুই মাস ক্লাস করেছিলাম। দীর্ঘ দেড় বছর পর আজ দশম শ্রেণির ক্লাসে এসেছি। সেই সঙ্গে দূরের অনেক বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়ে ভালো লাগছে।

পুঠিয়া পিএন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার সরকার বলেন, `দীর্ঘ ৫৪৪ দিন পর আজ প্রথম ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। যেহেতু এখনো আমরা করোনার সঙ্গে মোকাবিলা করছি, তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদানের চেয়ে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে।'

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সানোয়ার হোসেন বলেন, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনের ক্লাস শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বলেন, দীর্ঘ দেড় বছর পর আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের পাঠদানের বিষয়ে তদারক করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত