নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইনে। কিন্তু এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যে সময় বিশ্বজিৎকে হত্যা করা হলো, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বেদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘হঠাৎ করে ইসকনের নানা তৎপরতা দেখা গেল। দেশকে অস্থিতিশীল করতে যত রকমের করা দরকার, সেটা করা হচ্ছিল। চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইনে। আজকে তিনি (শেখ হাসিনা) স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাঈদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে সেই আপনি কুমিরের কান্না কাঁদছেন।’
রিজভী বলেন, ‘চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। সেদিন তো শুধু মুসলমান নয়, হিন্দুর বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো দয়া–মায়া দেখায়নি।’
তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল কিছু তৈরি করে, আপনারা কিছু করতে পারবেন না। কীভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় দেশকে বাঁচাতে সেটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে চলে গেছেন। শেখ পরিবারের কেউ নেই। অর্থাৎ তারা আগেই জানত। তাঁরা নিজ দলের নেতা–কর্মীদের দিকে না তাকিয়ে পালিয়ে গেলেন। এই হচ্ছে তাঁর বৈশিষ্ট্য। তিনি রাজনীতি করেন নিজের জন্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইনে। কিন্তু এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যে সময় বিশ্বজিৎকে হত্যা করা হলো, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বেদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘হঠাৎ করে ইসকনের নানা তৎপরতা দেখা গেল। দেশকে অস্থিতিশীল করতে যত রকমের করা দরকার, সেটা করা হচ্ছিল। চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইনে। আজকে তিনি (শেখ হাসিনা) স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাঈদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে সেই আপনি কুমিরের কান্না কাঁদছেন।’
রিজভী বলেন, ‘চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। সেদিন তো শুধু মুসলমান নয়, হিন্দুর বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো দয়া–মায়া দেখায়নি।’
তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল কিছু তৈরি করে, আপনারা কিছু করতে পারবেন না। কীভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় দেশকে বাঁচাতে সেটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে চলে গেছেন। শেখ পরিবারের কেউ নেই। অর্থাৎ তারা আগেই জানত। তাঁরা নিজ দলের নেতা–কর্মীদের দিকে না তাকিয়ে পালিয়ে গেলেন। এই হচ্ছে তাঁর বৈশিষ্ট্য। তিনি রাজনীতি করেন নিজের জন্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানগুলো থেকে রাতের আঁধারে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে ৩০ টির বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এতে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন বলেও জানা গেছে
৪০ মিনিট আগেস্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় তাঁরা সড়কে অবস্থান করে। এ কারণে আশেপাশের সড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
৪৩ মিনিট আগেপশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকার সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে