নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবার নকল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। ব্রাদার্স কনস্ট্রাকশন নামের ওই প্রতিষ্ঠান এর আগে দরজা ও লিফট লাগাতেও জালিয়াতি করেছে। বদলানো হয়েছে সেই দরজা। লিফটও খুলে রাখা হয়েছে। এবার সামনে এসেছে এসি জালিয়াতির বিষয়টি।
এদিকে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবিতে গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাদার্স কনস্ট্রাকশন ১০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকায় রামেক হাসপাতালের আইসিইউ ইউনিট নির্মাণের কাজ পায়। আইসিইউ ইউনিটে স্মার্ট দরজা লাগানোর কথা ছিল। কিন্তু ঠিকাদার সৈয়দ জাকির হোসেন কাঠের দরজা লাগিয়েছিলেন। কর্তৃপক্ষের আপত্তিতে দরজা তিনটি পাল্টে কাচের দরজা লাগানো হয়েছে। একইভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানোর কথা ছিল। ঠিকাদার শুধু প্যাসেঞ্জার লিফট লাগিয়ে দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তিতে সাত মাস আগে লিফটটি খুলে নিলেও কার্যাদেশের লিফট সরবরাহ করা হয়নি। ফলে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আইসিইউ ইউনিটে ২৩টি এসি লাগিয়েছে প্রতিষ্ঠানটি। লাগানোর পর সমস্যা দেখা দেওয়ায় ৯টি খুলে দেখা গেছে, এগুলো স্থানীয়ভাবে তৈরি। এ ব্যাপারে গত ৩ অক্টোবর সভা শেষে বিশেষজ্ঞ ডেকে এসিগুলো যাচাই করে নিশ্চিত হওয়া যায়, ঠিকাদার নকল এসি সরবরাহ করেছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সবগুলো অরিজিনাল এসি না দেওয়া পর্যন্ত নকলগুলো সরাতে দেওয়া হবে না।’
রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী (ইমারত) কাউসার সরকার বলেন, কয়েকটা এসির সমস্যা ছিল। সেগুলো পাল্টে দেওয়া হয়েছে। এসিগুলো নকল, তা স্বীকার করতে চাননি গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম। তিনি বলেন, ‘কিছু একটা সমস্যা ছিল বলেই তো চেঞ্জ করে দেওয়া হচ্ছে।’
কথা বলতে ঠিকাদার সৈয়দ জাকির হোসেনকে ফোন করা হলেও তিনি ধরেননি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবার নকল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। ব্রাদার্স কনস্ট্রাকশন নামের ওই প্রতিষ্ঠান এর আগে দরজা ও লিফট লাগাতেও জালিয়াতি করেছে। বদলানো হয়েছে সেই দরজা। লিফটও খুলে রাখা হয়েছে। এবার সামনে এসেছে এসি জালিয়াতির বিষয়টি।
এদিকে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবিতে গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাদার্স কনস্ট্রাকশন ১০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকায় রামেক হাসপাতালের আইসিইউ ইউনিট নির্মাণের কাজ পায়। আইসিইউ ইউনিটে স্মার্ট দরজা লাগানোর কথা ছিল। কিন্তু ঠিকাদার সৈয়দ জাকির হোসেন কাঠের দরজা লাগিয়েছিলেন। কর্তৃপক্ষের আপত্তিতে দরজা তিনটি পাল্টে কাচের দরজা লাগানো হয়েছে। একইভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানোর কথা ছিল। ঠিকাদার শুধু প্যাসেঞ্জার লিফট লাগিয়ে দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তিতে সাত মাস আগে লিফটটি খুলে নিলেও কার্যাদেশের লিফট সরবরাহ করা হয়নি। ফলে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আইসিইউ ইউনিটে ২৩টি এসি লাগিয়েছে প্রতিষ্ঠানটি। লাগানোর পর সমস্যা দেখা দেওয়ায় ৯টি খুলে দেখা গেছে, এগুলো স্থানীয়ভাবে তৈরি। এ ব্যাপারে গত ৩ অক্টোবর সভা শেষে বিশেষজ্ঞ ডেকে এসিগুলো যাচাই করে নিশ্চিত হওয়া যায়, ঠিকাদার নকল এসি সরবরাহ করেছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সবগুলো অরিজিনাল এসি না দেওয়া পর্যন্ত নকলগুলো সরাতে দেওয়া হবে না।’
রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী (ইমারত) কাউসার সরকার বলেন, কয়েকটা এসির সমস্যা ছিল। সেগুলো পাল্টে দেওয়া হয়েছে। এসিগুলো নকল, তা স্বীকার করতে চাননি গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম। তিনি বলেন, ‘কিছু একটা সমস্যা ছিল বলেই তো চেঞ্জ করে দেওয়া হচ্ছে।’
কথা বলতে ঠিকাদার সৈয়দ জাকির হোসেনকে ফোন করা হলেও তিনি ধরেননি।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে