নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবার নকল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। ব্রাদার্স কনস্ট্রাকশন নামের ওই প্রতিষ্ঠান এর আগে দরজা ও লিফট লাগাতেও জালিয়াতি করেছে। বদলানো হয়েছে সেই দরজা। লিফটও খুলে রাখা হয়েছে। এবার সামনে এসেছে এসি জালিয়াতির বিষয়টি।
এদিকে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবিতে গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাদার্স কনস্ট্রাকশন ১০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকায় রামেক হাসপাতালের আইসিইউ ইউনিট নির্মাণের কাজ পায়। আইসিইউ ইউনিটে স্মার্ট দরজা লাগানোর কথা ছিল। কিন্তু ঠিকাদার সৈয়দ জাকির হোসেন কাঠের দরজা লাগিয়েছিলেন। কর্তৃপক্ষের আপত্তিতে দরজা তিনটি পাল্টে কাচের দরজা লাগানো হয়েছে। একইভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানোর কথা ছিল। ঠিকাদার শুধু প্যাসেঞ্জার লিফট লাগিয়ে দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তিতে সাত মাস আগে লিফটটি খুলে নিলেও কার্যাদেশের লিফট সরবরাহ করা হয়নি। ফলে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আইসিইউ ইউনিটে ২৩টি এসি লাগিয়েছে প্রতিষ্ঠানটি। লাগানোর পর সমস্যা দেখা দেওয়ায় ৯টি খুলে দেখা গেছে, এগুলো স্থানীয়ভাবে তৈরি। এ ব্যাপারে গত ৩ অক্টোবর সভা শেষে বিশেষজ্ঞ ডেকে এসিগুলো যাচাই করে নিশ্চিত হওয়া যায়, ঠিকাদার নকল এসি সরবরাহ করেছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সবগুলো অরিজিনাল এসি না দেওয়া পর্যন্ত নকলগুলো সরাতে দেওয়া হবে না।’
রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী (ইমারত) কাউসার সরকার বলেন, কয়েকটা এসির সমস্যা ছিল। সেগুলো পাল্টে দেওয়া হয়েছে। এসিগুলো নকল, তা স্বীকার করতে চাননি গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম। তিনি বলেন, ‘কিছু একটা সমস্যা ছিল বলেই তো চেঞ্জ করে দেওয়া হচ্ছে।’
কথা বলতে ঠিকাদার সৈয়দ জাকির হোসেনকে ফোন করা হলেও তিনি ধরেননি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবার নকল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। ব্রাদার্স কনস্ট্রাকশন নামের ওই প্রতিষ্ঠান এর আগে দরজা ও লিফট লাগাতেও জালিয়াতি করেছে। বদলানো হয়েছে সেই দরজা। লিফটও খুলে রাখা হয়েছে। এবার সামনে এসেছে এসি জালিয়াতির বিষয়টি।
এদিকে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবিতে গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাদার্স কনস্ট্রাকশন ১০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকায় রামেক হাসপাতালের আইসিইউ ইউনিট নির্মাণের কাজ পায়। আইসিইউ ইউনিটে স্মার্ট দরজা লাগানোর কথা ছিল। কিন্তু ঠিকাদার সৈয়দ জাকির হোসেন কাঠের দরজা লাগিয়েছিলেন। কর্তৃপক্ষের আপত্তিতে দরজা তিনটি পাল্টে কাচের দরজা লাগানো হয়েছে। একইভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানোর কথা ছিল। ঠিকাদার শুধু প্যাসেঞ্জার লিফট লাগিয়ে দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তিতে সাত মাস আগে লিফটটি খুলে নিলেও কার্যাদেশের লিফট সরবরাহ করা হয়নি। ফলে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আইসিইউ ইউনিটে ২৩টি এসি লাগিয়েছে প্রতিষ্ঠানটি। লাগানোর পর সমস্যা দেখা দেওয়ায় ৯টি খুলে দেখা গেছে, এগুলো স্থানীয়ভাবে তৈরি। এ ব্যাপারে গত ৩ অক্টোবর সভা শেষে বিশেষজ্ঞ ডেকে এসিগুলো যাচাই করে নিশ্চিত হওয়া যায়, ঠিকাদার নকল এসি সরবরাহ করেছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সবগুলো অরিজিনাল এসি না দেওয়া পর্যন্ত নকলগুলো সরাতে দেওয়া হবে না।’
রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী (ইমারত) কাউসার সরকার বলেন, কয়েকটা এসির সমস্যা ছিল। সেগুলো পাল্টে দেওয়া হয়েছে। এসিগুলো নকল, তা স্বীকার করতে চাননি গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম। তিনি বলেন, ‘কিছু একটা সমস্যা ছিল বলেই তো চেঞ্জ করে দেওয়া হচ্ছে।’
কথা বলতে ঠিকাদার সৈয়দ জাকির হোসেনকে ফোন করা হলেও তিনি ধরেননি।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) রয়েছে। অথচ তিনি গত ২ জুলাই কোনো ছুটি না নিয়েই দেশ ছেড়ে ইতালি চলে গেছেন।
৩৫ মিনিট আগেমূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবি পূরণে সরকারকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকালের (১৩ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
১ ঘণ্টা আগেউচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাঁদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দুই দিন পর চালক মোহাম্মদ সাজ্জাদের (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে, যাত্রী সেজে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রই এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে।
২ ঘণ্টা আগে