পাবনা প্রতিনিধি
পাঁচ দিন পর পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাতে উভয় পক্ষ এজাহার দুটি দায়ের করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, আজ (মঙ্গলবার) রাতে উভয় পক্ষ পৃথক এজাহার দিয়েছে। তারপর মামলা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলা দুটির আসামিদের নাম জানাতে অপারগতা জানান ওসি।
তার মধ্যে বিএনপির করা মামলার বাদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন। মামলায় জামায়াতের নামীয় ১২৪ জন এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৭। এই মামলায় উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ করা হয়েছে।
অপর দিকে, জামায়াতের পক্ষ থেকে করা মামলার বাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহ। মামলায় বিএনপির নামীয় ৩৬ জন এবং অজ্ঞাত ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৮। এই মামলায় উপজেলা জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ করা হয়েছে।
ওসি মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মামলা দুটি আমরা তদন্ত করে দেখছি। যারা ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অভিযান অব্যাহত আছে।’
পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়, জামায়াতের এমন বক্তব্যের জবাবে ওসি বলেন, ‘আমরা চাকরি করতে এসেছি। এখন কোনো দলই ক্ষমতায় নেই। আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করব। আমাদের যে কাজ, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সে কাজ করব।’
এর আগে ১৫ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দেবোত্তর ডিগ্রি (অনার্স) কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এ সময় উভয় দলের কার্যালয় এবং ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনা উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। জামায়াতের অফিসে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতা-কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
এদিকে সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
এ বিষয়ে আজ (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সঙ্গে কথা বলেন আজকের পত্রিকার প্রতিবেদক।
এ সময় ইউএনও বলেন, ‘সেদিন মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়ার বিষয়টি কলেজ অধ্যক্ষ প্রথমে জানান। আমি থানার ওসিকে ফোন দিলে তিনিও সেখানে যান। পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে প্রথমে মৌখিকভাবে আমাকে জানানো হয়। পরে তারা লিখিত অভিযোগও দিয়েছে। সেদিনই বিকেলে দুই পক্ষকে ডেকেছি। কিন্তু তার আগেই হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল।’
মিনহাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর কলেজের কমিটির সদস্যদের নিয়ে আমরা বসেছিলাম। এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিধি ও নিয়ম অনুযায়ী পরবর্তী করণীয় বিষয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি।’
সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন কি না এবং সেখানে কী অবস্থায় দেখেছিলেন, জানতে চাইলে তিনি সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাজার জামে মসজিদে শুক্রবার (১৬ মে) জুমার নামাজ হয়নি কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি নামাজের আগ মুহূর্তে। জুমার নামাজের পর বিষয়টি বসে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। আর ওই সময় তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়াও যাচ্ছিল না। পরে সেটি সমাধান হয়ে গেছে।’
পাঁচ দিন পর পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাতে উভয় পক্ষ এজাহার দুটি দায়ের করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, আজ (মঙ্গলবার) রাতে উভয় পক্ষ পৃথক এজাহার দিয়েছে। তারপর মামলা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলা দুটির আসামিদের নাম জানাতে অপারগতা জানান ওসি।
তার মধ্যে বিএনপির করা মামলার বাদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন। মামলায় জামায়াতের নামীয় ১২৪ জন এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৭। এই মামলায় উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ করা হয়েছে।
অপর দিকে, জামায়াতের পক্ষ থেকে করা মামলার বাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহ। মামলায় বিএনপির নামীয় ৩৬ জন এবং অজ্ঞাত ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৮। এই মামলায় উপজেলা জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ করা হয়েছে।
ওসি মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মামলা দুটি আমরা তদন্ত করে দেখছি। যারা ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অভিযান অব্যাহত আছে।’
পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়, জামায়াতের এমন বক্তব্যের জবাবে ওসি বলেন, ‘আমরা চাকরি করতে এসেছি। এখন কোনো দলই ক্ষমতায় নেই। আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করব। আমাদের যে কাজ, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সে কাজ করব।’
এর আগে ১৫ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দেবোত্তর ডিগ্রি (অনার্স) কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এ সময় উভয় দলের কার্যালয় এবং ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনা উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। জামায়াতের অফিসে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতা-কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
এদিকে সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
এ বিষয়ে আজ (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সঙ্গে কথা বলেন আজকের পত্রিকার প্রতিবেদক।
এ সময় ইউএনও বলেন, ‘সেদিন মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়ার বিষয়টি কলেজ অধ্যক্ষ প্রথমে জানান। আমি থানার ওসিকে ফোন দিলে তিনিও সেখানে যান। পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে প্রথমে মৌখিকভাবে আমাকে জানানো হয়। পরে তারা লিখিত অভিযোগও দিয়েছে। সেদিনই বিকেলে দুই পক্ষকে ডেকেছি। কিন্তু তার আগেই হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল।’
মিনহাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর কলেজের কমিটির সদস্যদের নিয়ে আমরা বসেছিলাম। এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিধি ও নিয়ম অনুযায়ী পরবর্তী করণীয় বিষয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি।’
সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন কি না এবং সেখানে কী অবস্থায় দেখেছিলেন, জানতে চাইলে তিনি সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাজার জামে মসজিদে শুক্রবার (১৬ মে) জুমার নামাজ হয়নি কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি নামাজের আগ মুহূর্তে। জুমার নামাজের পর বিষয়টি বসে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। আর ওই সময় তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়াও যাচ্ছিল না। পরে সেটি সমাধান হয়ে গেছে।’
কুমিল্লার চৌদ্দগ্রামের যাত্রীদের যানবাহনে ওঠানামার সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নির্মাণ করা ১২টি যাত্রীছাউনি বেহাল হয়ে পড়েছে। অধিকাংশ ছাউনির ধাতব কাঠামো খুলে নেওয়া হয়েছে। কোনো কোনোটিতে চলছে ইট-বালুর ব্যবসা। কোথাও আবার মাইক্রোস্ট্যান্ড ও দোকান বানানো হয়েছে। সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।
৩ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে যমুনা ও ইছামতী নদী সংযুক্ত কান্তাবতী নদীর মাঝে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ে স্থানীয় একটি চক্র অবৈধভাবে নদীর মাটি কেটে অন্যত্র বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
৯ মিনিট আগেচট্টগ্রাম শহরের আধুনিক পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য ২০১৮ সালে শুরু হওয়া প্রথম প্রকল্পটি সাত বছর পার করেও এখনো অসম্পূর্ণ। মাত্র ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে দুই দফা সময় বাড়ানো হলেও এবার নতুন সংকটে পড়েছে প্রকল্পটি। দীর্ঘ পাঁচ মাসের পাওনা পরিশোধ না করায় গতকাল মঙ্গলবার থেকে প্রকল্পের পাইপ বসানোর...
২৮ মিনিট আগেযশোরের চৌগাছায় একটি বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুঁড়ি এখনো মাঠে পড়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে