রিমন রহমান, রাজশাহী
রাজশাহীর শ্যামপুর বালুঘাটে ট্রাক চালকদের কাছ থেকে প্রতিদিন কমপক্ষে ৬০ হাজার টাকা বাড়তি আদায় করা হচ্ছে। বালু ব্যবসায়ী সমিতির নামে ট্রাকগুলো থেকে ১০০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া পৌরসভার সড়ক ব্যবহারের জন্য পৌর কর্তৃপক্ষের নির্ধারিত টোলের চেয়ে ৫০ টাকা করে বেশি নেওয়া হয়। এভাবে প্রতিটি ট্রাক থেকে ১৫০ টাকা বাড়তি তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঘাটটি থেকে প্রতিদিন কমপক্ষে ৪০০ ট্রাক বালু ওঠে। এই হিসেবে প্রতিদিন প্রায় ৬০ হাজার টাকা বাড়তি তোলা হচ্ছে। ট্রাক চালকেরা এই টাকা বালুর ক্রেতাদের কাছ থেকেই আদায় করে নিচ্ছেন। সম্প্রতি সিটি করপোরেশনের সড়ক ব্যবহারের জন্যও ট্রাক থেকে ১০০ টাকা করে তুলতে শুরু করেছিলেন ঘাট ইজারাদার। এই টাকা অবশ্য সিটি করপোরেশনকে দেওয়া হতো না। সিটি করপোরেশন তাদের সড়ক ব্যবহারের অনুমতিও দেয়নি।
এরপরও টাকা তোলার বিষয়টি জানতে পেরে সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কটিতে প্রতিবন্ধক দেওয়া হয়েছে। এখন ওই রাস্তা দিয়ে ট্রাক চলাচল করতে পারে না। তাই এই ১০০ টাকা করে তোলা বন্ধ হয়েছে। তবে বালু সমিতির নামে ১০০ টাকা এবং অতিরিক্ত ৫০ টাকা করে টোল দিতে হচ্ছে ট্রাক চালকদের। সমিতির টাকা ভাগ বাঁটোয়ারা করে নিচ্ছেন বালু ব্যবসায়ীরা। আর সড়কের টোলের বাড়তি ৫০ টাকা পাচ্ছেন আদায়কারী ইজারাদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্যামপুর বালুঘাটটি এবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা পেয়েছেন কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম। সবকিছু তিনি দেখলেও মূলত নেপথ্যে রয়েছেন একজন জনপ্রতিনিধি। এই ঘাট থেকে বালু কিনে নেন ব্যবসায়ীরা। এসব বালু সেখানেই মজুত করে রাখা হয়। তারপর ব্যবসায়ীরা তা বিক্রি করেন। বালুবাহী ট্রাকগুলো চলাচল করে কাটাখালী পৌর এলাকার একটি সড়ক দিয়ে। এই সড়কটি সংস্কারের কথা বলে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করে পৌর কর্তৃপক্ষ। এবার পৌরসভার টোল আদায়কারী হিসেবে ইজারা পেয়েছে সাইফ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এর মালিক শাহিনুর রহমান সিহাব। তাঁর সঙ্গে নজরুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী রয়েছেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, এবার প্রায় ১ কোটি ২০ লাখ টাকায় সড়কের টোল আদায়ের ইজারা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত আছে ইজারাদার ট্রাকপ্রতি সর্বোচ্চ ২৫০ টাকা আদায় করতে পারবেন। তবে সরেজমিনে গিয়ে ট্রাকপ্রতি ৩০০ টাকা আদায় করতে দেখা গেছে। গত বুধবার সকালে ঘাটে দেখা গেছে, মকবুল হোসেন ও আবদুর রহিম নামের দুজন বসে টোল আদায় করছেন। প্রতিটি ট্রাক থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। আর ট্রলি থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা। মকবুল বলেন, ‘শুরু থেকেই এই হারে টোল আদায় করা হচ্ছে।’
মকবুল ও রহিমের পাশেই আরেকটি ঘরে বসে ট্রাকপ্রতি ১০০ টাকা করে আদায় করছিলেন শরিফুল ইসলাম। এ জন্য কোনো রসিদ দিতে দেখা যায়নি। শরিফুল ইসলাম জানান, কোনো বালু ব্যবসায়ীর কত ট্রাক বালু বের হচ্ছে হিসাব তাঁরা রাখেন। এ জন্য বালু ব্যবসায়ী সমিতির নামে ১০০ টাকা করে নেওয়া হয়। এই টাকা থেকে তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। বাকি টাকা ঘাটের ২০-২২ জন বালু ব্যবসায়ী সমানভাবে ভাগ করে নেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন ট্রাকচালক বলেন, ‘ট্রাকপ্রতি এভাবে বাড়তি ১০০ টাকা করে আদায় করার কোনো নিয়ম নেই। ব্যবসায়ীরা বিভিন্ন খরচের কথা বলে এই টাকা আদায় করেন। সড়কের টোলও নেওয়া হয় ৫০ টাকা করে বেশি। এসব দেখার কেউ নেই। ভয়ে কেউ প্রতিবাদও করতে পারে না। কথা বললেই বিভিন্ন সমস্যা আছে।’
ঘাটের বালু ব্যবসায়ীদের একজন সাইরুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘাটে ব্যবসা করতে হলে বিভিন্নজনকে টাকা দিতে হয়। সেই টাকা তো ব্যবসায়ীরা নিজের পকেট থেকে দেবে না। সে জন্যই ট্রাকপ্রতি ১০০ টাকা করে তোলে সমিতি। এখান থেকে কর্মচারীদের বেতনও হয়।’
সড়কে বাড়তি টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে ইজারাদার শাহিনুর রহমান সিহাব বলেন, ‘এবার ইজারা নিতে হয়েছে বেশি টাকায়। তাই ট্রাকের জন্য ৩০০ এবং ট্রলির জন্য ১০০ টাকা করে আদায় করা হয়। ট্রাকের জন্য ২৫০ টাকার বেশি আদায় করা যাবে না, এটা জানা নেই।’
কাটাখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনীর বলেন, ‘ট্রাকপ্রতি ২৫০ টাকার বেশি আদায় হয় কি না এটা আমার জানা নেই। আমরা এটা খোঁজ নিয়ে দেখব।’
রাজশাহীর শ্যামপুর বালুঘাটে ট্রাক চালকদের কাছ থেকে প্রতিদিন কমপক্ষে ৬০ হাজার টাকা বাড়তি আদায় করা হচ্ছে। বালু ব্যবসায়ী সমিতির নামে ট্রাকগুলো থেকে ১০০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া পৌরসভার সড়ক ব্যবহারের জন্য পৌর কর্তৃপক্ষের নির্ধারিত টোলের চেয়ে ৫০ টাকা করে বেশি নেওয়া হয়। এভাবে প্রতিটি ট্রাক থেকে ১৫০ টাকা বাড়তি তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঘাটটি থেকে প্রতিদিন কমপক্ষে ৪০০ ট্রাক বালু ওঠে। এই হিসেবে প্রতিদিন প্রায় ৬০ হাজার টাকা বাড়তি তোলা হচ্ছে। ট্রাক চালকেরা এই টাকা বালুর ক্রেতাদের কাছ থেকেই আদায় করে নিচ্ছেন। সম্প্রতি সিটি করপোরেশনের সড়ক ব্যবহারের জন্যও ট্রাক থেকে ১০০ টাকা করে তুলতে শুরু করেছিলেন ঘাট ইজারাদার। এই টাকা অবশ্য সিটি করপোরেশনকে দেওয়া হতো না। সিটি করপোরেশন তাদের সড়ক ব্যবহারের অনুমতিও দেয়নি।
এরপরও টাকা তোলার বিষয়টি জানতে পেরে সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কটিতে প্রতিবন্ধক দেওয়া হয়েছে। এখন ওই রাস্তা দিয়ে ট্রাক চলাচল করতে পারে না। তাই এই ১০০ টাকা করে তোলা বন্ধ হয়েছে। তবে বালু সমিতির নামে ১০০ টাকা এবং অতিরিক্ত ৫০ টাকা করে টোল দিতে হচ্ছে ট্রাক চালকদের। সমিতির টাকা ভাগ বাঁটোয়ারা করে নিচ্ছেন বালু ব্যবসায়ীরা। আর সড়কের টোলের বাড়তি ৫০ টাকা পাচ্ছেন আদায়কারী ইজারাদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্যামপুর বালুঘাটটি এবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা পেয়েছেন কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম। সবকিছু তিনি দেখলেও মূলত নেপথ্যে রয়েছেন একজন জনপ্রতিনিধি। এই ঘাট থেকে বালু কিনে নেন ব্যবসায়ীরা। এসব বালু সেখানেই মজুত করে রাখা হয়। তারপর ব্যবসায়ীরা তা বিক্রি করেন। বালুবাহী ট্রাকগুলো চলাচল করে কাটাখালী পৌর এলাকার একটি সড়ক দিয়ে। এই সড়কটি সংস্কারের কথা বলে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করে পৌর কর্তৃপক্ষ। এবার পৌরসভার টোল আদায়কারী হিসেবে ইজারা পেয়েছে সাইফ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এর মালিক শাহিনুর রহমান সিহাব। তাঁর সঙ্গে নজরুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী রয়েছেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, এবার প্রায় ১ কোটি ২০ লাখ টাকায় সড়কের টোল আদায়ের ইজারা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত আছে ইজারাদার ট্রাকপ্রতি সর্বোচ্চ ২৫০ টাকা আদায় করতে পারবেন। তবে সরেজমিনে গিয়ে ট্রাকপ্রতি ৩০০ টাকা আদায় করতে দেখা গেছে। গত বুধবার সকালে ঘাটে দেখা গেছে, মকবুল হোসেন ও আবদুর রহিম নামের দুজন বসে টোল আদায় করছেন। প্রতিটি ট্রাক থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। আর ট্রলি থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা। মকবুল বলেন, ‘শুরু থেকেই এই হারে টোল আদায় করা হচ্ছে।’
মকবুল ও রহিমের পাশেই আরেকটি ঘরে বসে ট্রাকপ্রতি ১০০ টাকা করে আদায় করছিলেন শরিফুল ইসলাম। এ জন্য কোনো রসিদ দিতে দেখা যায়নি। শরিফুল ইসলাম জানান, কোনো বালু ব্যবসায়ীর কত ট্রাক বালু বের হচ্ছে হিসাব তাঁরা রাখেন। এ জন্য বালু ব্যবসায়ী সমিতির নামে ১০০ টাকা করে নেওয়া হয়। এই টাকা থেকে তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। বাকি টাকা ঘাটের ২০-২২ জন বালু ব্যবসায়ী সমানভাবে ভাগ করে নেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন ট্রাকচালক বলেন, ‘ট্রাকপ্রতি এভাবে বাড়তি ১০০ টাকা করে আদায় করার কোনো নিয়ম নেই। ব্যবসায়ীরা বিভিন্ন খরচের কথা বলে এই টাকা আদায় করেন। সড়কের টোলও নেওয়া হয় ৫০ টাকা করে বেশি। এসব দেখার কেউ নেই। ভয়ে কেউ প্রতিবাদও করতে পারে না। কথা বললেই বিভিন্ন সমস্যা আছে।’
ঘাটের বালু ব্যবসায়ীদের একজন সাইরুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘাটে ব্যবসা করতে হলে বিভিন্নজনকে টাকা দিতে হয়। সেই টাকা তো ব্যবসায়ীরা নিজের পকেট থেকে দেবে না। সে জন্যই ট্রাকপ্রতি ১০০ টাকা করে তোলে সমিতি। এখান থেকে কর্মচারীদের বেতনও হয়।’
সড়কে বাড়তি টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে ইজারাদার শাহিনুর রহমান সিহাব বলেন, ‘এবার ইজারা নিতে হয়েছে বেশি টাকায়। তাই ট্রাকের জন্য ৩০০ এবং ট্রলির জন্য ১০০ টাকা করে আদায় করা হয়। ট্রাকের জন্য ২৫০ টাকার বেশি আদায় করা যাবে না, এটা জানা নেই।’
কাটাখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনীর বলেন, ‘ট্রাকপ্রতি ২৫০ টাকার বেশি আদায় হয় কি না এটা আমার জানা নেই। আমরা এটা খোঁজ নিয়ে দেখব।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৩ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৮ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২২ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৮ মিনিট আগে