Ajker Patrika

অস্ত্রসহ ২ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
অস্ত্রসহ ২ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম থেকে দুটি হত্যা মামলার আসামি সুজনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। 

গ্রেপ্তার সুজন পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামের নুরু বক্সের ছেলে। তিনি ফরিদপুর থানার অনিল কুমার সাহা ও জেলার সাথিয়া থানার আলমাস হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে সুজন আত্মগোপনে ছিলেন বলে জানান র‍্যাব কমান্ডার আবুল হাশেম। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার সুজন সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ত্রাস করছিলেন। তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। এমন তথ্যের ভিত্তিতে গতকাল পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামে একটি চায়ের দোকানের পাশে অভিযান চালায় র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় সুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

সুজনসহ সাত-আটজন এলাকায় অস্ত্রসহ ঘোরাফেরা করেন। তাঁরা মাঝেমধ্যে দিনের বেলায় বাড়িতে আসেন এবং রাতের বেলায় বিলের পানিতে ভাসমান নৌকায় থাকেন। বাকিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত