Ajker Patrika

যাত্রীবেশে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করা হয়: পুলিশ

বগুড়া প্রতিনিধি
যাত্রীবেশে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করা হয়: পুলিশ

বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দ্যেশেই চালক জিহাদ বাবুকে (২০) হত্যা করা হয়। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি পুলিশের।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সারিয়াকান্দি থানার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্বে গজারিয়া চর থেকে জিহাদ বাবুর লাশ উদ্ধার করা হয়। 

জিহাদ বাবু বগুড়া শহরের মালগ্রাম দক্ষিনপাড়ার আতাউর রহমানের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরের দিকে জিহাদ বাবুর বাবা বগুড়া সদর থানায় ছেলে নিখোঁজ সংক্রান্তে জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় বুধবার সকাল ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই জিহাদ বাবু নিখোঁজ হয়। 

এদিকে গতকাল সন্ধ্যায় সারিয়াকান্দি পুলিশ গজারিয়ার চর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে। নিহতের শরীরের নয়টি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে বগুড়া সদর থানার জিডির সূত্র ধরে আতাউর রহমান তাঁর ছেলের লাশ শনাক্ত করেন। এরপর বৃহস্পতিবার রাতেই বগুড়া শহর এলাকা থেকে সারিয়াকান্দি ও সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় নারী ও শিশুসহ চারজনকে আটক করে। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা বগুড়া শহর থেকে জিহাদ বাবুর অটোরিকশা ভাড়া করে যমুনা নদী দেখার জন্য সারিয়াকান্দি যায়। পরে তারা চালক জিহাদ বাবুকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। প্রাথমিক অনুসন্ধানে এ ধরনের তথ্য পাওয়া গেছে। 

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে গতকাল বৃহস্পতিবার রাতেই সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত