Ajker Patrika

নাশকতার মামলায় জয়পুরহাটে জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৪
নাশকতার মামলায় জয়পুরহাটে জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

জয়পুরহাটে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কালাই থানা-পুলিশ। কালাই উপজেলার মোলামগাড়ি বাজার থেকে সকাল ১০টার দিকে জিহাদি বইসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার হওয়া সবাই জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন চেচুরিয়া গ্রামের বাসিন্দা ও উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুস সোবাহান (৬১), মাত্রাই গ্রামের বাসিন্দা ও জামায়াতের কর্মী মো. আব্দুস সোবাহান (৪৫) এবং থল গ্রামের বাসিন্দা ও জামায়াতের কর্মী মো. আবুল কালাম (৭১)।

জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম আজকের পত্রিকাকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালে জিহাদি বইসহ ঘটনাস্থল থেকে তিনজন জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে কালাই থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত