নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
টাকা খোয়ানো ব্যক্তির নাম দিলীপ কুমার প্রমাণিক। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা তিনি কুমারপাড়া চালপট্টি এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে সেই টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।
দিলীপ কুমার বলেন, রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ পাশের একটি সরু গলির দিকে মোড় নেয়। তখনই মোটরসাইকেলে থাকা দুজন এসে রিকশার সামনে ব্যারিকেড তৈরি করে। এ সময় একজন দিলীপের চোখে মরিচের গুঁড়ার মতো কিছু একটা ছিটিয়ে দেয়। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে এলে ছিনতাইকারীরা তাঁর পিঠে ঝোলানো ব্যাগ টানতে শুরু করে। প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা দিলীপকে ছুরিকাঘাত করে। এতে তাঁর ডান কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে যায়। ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। পরে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রিকশাচালক ঘটনার পর কোনো ভাড়া না নিয়েই পালিয়ে যান। ফলে তাঁর ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ ঘটনাস্থলে যান। তিনি বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠানে আছেন এবং অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মী। প্রতিদিনই তিনি এভাবে টাকাগুলো নিয়ে দোকানে আসেন। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না।
ঘটনার পরপরই বোয়ালিয়া থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, তাঁরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তে কাজ করছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
রাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
টাকা খোয়ানো ব্যক্তির নাম দিলীপ কুমার প্রমাণিক। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা তিনি কুমারপাড়া চালপট্টি এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে সেই টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।
দিলীপ কুমার বলেন, রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ পাশের একটি সরু গলির দিকে মোড় নেয়। তখনই মোটরসাইকেলে থাকা দুজন এসে রিকশার সামনে ব্যারিকেড তৈরি করে। এ সময় একজন দিলীপের চোখে মরিচের গুঁড়ার মতো কিছু একটা ছিটিয়ে দেয়। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে এলে ছিনতাইকারীরা তাঁর পিঠে ঝোলানো ব্যাগ টানতে শুরু করে। প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা দিলীপকে ছুরিকাঘাত করে। এতে তাঁর ডান কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে যায়। ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। পরে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রিকশাচালক ঘটনার পর কোনো ভাড়া না নিয়েই পালিয়ে যান। ফলে তাঁর ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ ঘটনাস্থলে যান। তিনি বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠানে আছেন এবং অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মী। প্রতিদিনই তিনি এভাবে টাকাগুলো নিয়ে দোকানে আসেন। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না।
ঘটনার পরপরই বোয়ালিয়া থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, তাঁরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তে কাজ করছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে