রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে সাবেক এমপির স্ত্রীর দখলে থাকা জমি ফেরত এবং মামলা-হামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি প্রয়াত ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটির বিরুদ্ধে এই মানববন্ধন করেন তাঁরা।
আজ রোববার দুপুরে উপজেলার কাশিমপুর এলাকায় নওগাঁ-আত্রাই সড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ২০১৫ সালে ইসরাফিল আলম এমপি কাশিমপুর মৌজায় প্রায় ৪০ বিঘা জমি জবরদখল করে প্রাচীর দিয়ে ‘পল্লী শ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ গড়ে তোলেন। ওই সময় এলাকার গরিব অসহায়দের টাকা না দিয়ে জমি জোর করে দখলে নেয়। এ ছাড়া জমির মালিকেরা জমি ছাড়তে না চাওয়ায় এলাকার সাদেকুল ইসলামসহ কয়েকজনকে ‘মিথ্যা’ মামলায় হয়রানি ও নির্যাতন করেন। এ ছাড়া জমি হারানোর শোকে বেশ কয়েকজন মারা গেছেন বলে দাবি করা হয়।
ভুক্তভোগীরা আরও জানান, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। উল্লেখিত জবরদখলে রাখা জমি ফেরত পেতে এবং ‘মিথ্যা’ মামলা, হত্যার হুমকিসহ সব হয়রানি বন্ধে, প্রশাসনের ন্যায়বিচার এবং হকদারের কাছে জমি ফেরতের দাবিতে জানান তাঁরা।
কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এবং ভুক্তভোগী সাদেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মারিয়া বিবি, সুফিয়া বিবি, এবাদুল হক, আজিজার রহমান, আব্দুস ছাত্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সুলতানা পারভিন বিউটি বলেন, ‘গড়ে তোলা খামারে সাদেকুলের জমি নিয়ে একটু ঝামেলা ছিল। ২ জানুয়ারি একজন মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে তা নিরসন হয়েছে। এরপরেও সে কেন এমন ঝামেলা করছে, বুঝতে পারছি না।’
নওগাঁর রাণীনগরে সাবেক এমপির স্ত্রীর দখলে থাকা জমি ফেরত এবং মামলা-হামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি প্রয়াত ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটির বিরুদ্ধে এই মানববন্ধন করেন তাঁরা।
আজ রোববার দুপুরে উপজেলার কাশিমপুর এলাকায় নওগাঁ-আত্রাই সড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ২০১৫ সালে ইসরাফিল আলম এমপি কাশিমপুর মৌজায় প্রায় ৪০ বিঘা জমি জবরদখল করে প্রাচীর দিয়ে ‘পল্লী শ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ গড়ে তোলেন। ওই সময় এলাকার গরিব অসহায়দের টাকা না দিয়ে জমি জোর করে দখলে নেয়। এ ছাড়া জমির মালিকেরা জমি ছাড়তে না চাওয়ায় এলাকার সাদেকুল ইসলামসহ কয়েকজনকে ‘মিথ্যা’ মামলায় হয়রানি ও নির্যাতন করেন। এ ছাড়া জমি হারানোর শোকে বেশ কয়েকজন মারা গেছেন বলে দাবি করা হয়।
ভুক্তভোগীরা আরও জানান, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। উল্লেখিত জবরদখলে রাখা জমি ফেরত পেতে এবং ‘মিথ্যা’ মামলা, হত্যার হুমকিসহ সব হয়রানি বন্ধে, প্রশাসনের ন্যায়বিচার এবং হকদারের কাছে জমি ফেরতের দাবিতে জানান তাঁরা।
কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এবং ভুক্তভোগী সাদেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মারিয়া বিবি, সুফিয়া বিবি, এবাদুল হক, আজিজার রহমান, আব্দুস ছাত্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সুলতানা পারভিন বিউটি বলেন, ‘গড়ে তোলা খামারে সাদেকুলের জমি নিয়ে একটু ঝামেলা ছিল। ২ জানুয়ারি একজন মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে তা নিরসন হয়েছে। এরপরেও সে কেন এমন ঝামেলা করছে, বুঝতে পারছি না।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৭ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৪ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৯ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৩ মিনিট আগে