Ajker Patrika

জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১০: ৪৫
জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ 

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম এলাকায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। এতে শিবিরের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালেই নগরীর রাজপাড়া থানার পুলিশের একটি দল সেখানে যায়।

ওই সময়ের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, শিবিরের এক নেতা বক্তব্য দিচ্ছেন এবং পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন।  ওই নেতা বলছেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছি।’ এরপর সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা চলে যান।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, মিছিল ও সমাবেশ করার ব্যাপারে শিবিরের অনুমতি ছিল না। আকস্মিকভাবে তারা একটা বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশ করে। পরে পুলিশ গেলে তারা সমাবেশ শেষ করে চলে যায়।

এর আগে গত ১৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানার উপশহর মোড় এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করতে গেলে হামলার শিকার হয় পুলিশ।  মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।  গ্রেপ্তার করা হয়েছে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত