Ajker Patrika

নাতির অপরাধে নানাকে জরিমানা, কান ধরে ওঠবস করানোর অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
নাতির অপরাধে নানাকে জরিমানা, কান ধরে ওঠবস করানোর অভিযোগ

রাজশাহীর বাঘায় নাতির অপরাধে চেয়ারম্যানের নেতৃত্বে সালিসে নানাকে ১০ হাজার টাকা জরিমানা ও কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ছিদ্দিক ব্যাপারী (৬৩) নামে ওই বৃদ্ধ থানায় মানহানির লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের ছিদ্দিক ব্যাপারীর নাতি রকিবুল ইসলাম (৮) কালিদাসখালী চরের মুদি দোকানি স্বপন আলীর বাড়ি থেকে গত রোববার ২ হাজার ৫০০ টাকা চুরি করে। পরে স্থানীয়দের সহায়তায় ওই টাকা রকিবুল ইসলামের কাছ থেকে উদ্ধার করা হয়। পর দিন আবার চুরি হয়েছে বলে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন স্বপন আলী। এ নিয়ে গতকাল সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদে সালিসের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবুল দেওয়ানের সভাপতিত্বে ১১ জন ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিসে উপস্থিত ছিলেন। সালিসে তৃতীয় শ্রেণি পড়ুয়া রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত তার নানা ছিদ্দিক ব্যাপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মারধর ও কান ধরে উঠবস করানো হয় তাঁকে।

এ বিষয়ে ছিদ্দিক ব্যাপারী বলেন, ‘সালিসে অপমানিত হওয়ায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান বলেন, ‘ছিদ্দিক ব্যাপারীকে মারধর ও কান ধরে উঠবস করানোর মতো কোনো ঘটনা ঘটেনি। স্বপন আলীর দোকানে যে টাকা চুরি হয়েছিল সেই টাকা তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে।’ 

বাঘা উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহানুর আলম বাবু বলেন, ‘অপরাধীকে আইনে সোপর্দ না করে নির্যাতন করে আইনের লঙ্ঘনের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।’ 

এ ঘটনায় বাঘা থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আব্দুল করিম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত