Ajker Patrika

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২২: ৫৫
বগুড়ায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাকির হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। পরে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। 

আজ বুধবার দুপুরে উপজেলা রামেশ্বরপুর জাইগুলি গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাকির। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নিহত জাকির গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে। জাকির উপজেলার বিভিন্ন ঘটনা ও সমস্যা তুলে ধরে অনলাইনে লাইভ অনুষ্ঠান করতেন। তাঁর ইউটিউব চ্যানেল ছিল। সেখানে তিনি ভিডিও আপলোড করতেন এবং ফেসবুক লাইভ করতেন। সম্প্রতি তিনি রামেশ্বরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ডা. সাহিদুল ইসলামের পক্ষে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক লাইভ করেন। এতে ডা. সাইদুলের প্রতিপক্ষ ইউপি সদস্য পদপ্রার্থী ফেরদৌস হাসান মিঠু তাঁর ওপর ক্ষিপ্ত হন। 

এছাড়াও বুধবার ২ নম্বর ওয়ার্ডের জাইগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে ফেসবুকে লাইভ করেন তিনি। পরে দুপুরে জাইগুলি ইউপি সদস্য পদপ্রার্থী সাইদুল (টিউবওয়েল প্রতীক) ও ফেরদৌস হাসান মিঠুর (ফুটবল প্রতীক) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে জাকিরকে আহত করা হয়। পরে হাসপাতালে জাকিরের মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত