Ajker Patrika

শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৫
শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’ 

আজ বৃহস্পতিবার নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে নবীনবরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ভাষা আন্দোলন, সাতই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ এক সুতায় গাঁথা। বঙ্গবন্ধুর ডাকে এসব আন্দোলনে জেগে উঠেছিল বাঙালি। সেই ধারাবাহিকতায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 

খাদ্যমন্ত্রী বলেন, ‘বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি বড় সাফল্য। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কারণেই শিক্ষার হার বাড়ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জন্ম কীভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শিকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি।’ 

চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইসমত ইনামূল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাপাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত