সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল এবং বেলকুচি পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৭ নেতা কর্মী আহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মোখা মোকাবিলায় ছাত্রলীগের সমাবেশে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
সংঘর্ষে আহতের মধ্যে রয়েছেন— এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার, বেলকুচি পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাভেল শেখ, যুব মহিলা লীগের সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অর্থ সম্পাদক আন্না খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সাবেক শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সিপন আহাম্মেদ, যুবলীগ নেতা রিপন বাবু, আওয়ামী লীগ নেতা আলমাসুর রহমান শিকদার, মনসুর আহাম্মেদ, সাব্বির হোসেন, নাবিন মন্ডল, আব্দুস সালাম, রতন, ওমর ফারুক, সাংবাদিক উজ্জ্বল অধিকারী ও আব্দুর রাজ্জাক বাবু। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বেলকুচি পৌর এলাকার সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের দুই পাশে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের নামে লোহার কাঠামো টাঙানো ব্যানার ও তোরণ সরাতে এমপিকে নোটিশ দেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এই নোটিশের প্রতিবাদে আজ শনিবার বিকেলে পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভার বিষয়টি জানতে পেরে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা তাঁর সমর্থিত লোকজন নিয়ে সেখানে আসেন। পরে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার প্রতিবাদে এমপির সমর্থকেরা সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে বেলকুচি পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার দিকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে চা চক্র ও রাজনৈতিক আলোচনা করছিলাম। এমন সময় এমপি আব্দুল মোমিন মণ্ডলের অনুসারীরা পরিকল্পিতভাবে পিএস সেলিমের নেতৃত্বে বেলকুচি থানার ওসির সহযোগিতায় আমাদের নেতা কর্মীর ওপরে সন্ত্রাসী হামলা চালায়।’
বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ভূমিকা রাখা এবং স্থানীয় পৌর মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপির তোরণ নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেয় পৌর ছাত্রলীগ। কিন্তু সমাবেশ শুরুর আগেই মেয়র রেজা ও তাঁর সমর্থকেরা আওয়ামী লীগের কার্যালয়ে এসে নেতা–কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। তাতে বেশ কিছু নেতা–কর্মী আহত হন।’
বেলকুচি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাকিম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়র ও সাবেক যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এমপির ব্যক্তিগত সহকারী সেলিম রেজাসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এই হামলার দায় পুরোটাই পৌর মেয়র রেজার।’
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে।’
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল এবং বেলকুচি পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৭ নেতা কর্মী আহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মোখা মোকাবিলায় ছাত্রলীগের সমাবেশে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
সংঘর্ষে আহতের মধ্যে রয়েছেন— এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার, বেলকুচি পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাভেল শেখ, যুব মহিলা লীগের সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অর্থ সম্পাদক আন্না খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সাবেক শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সিপন আহাম্মেদ, যুবলীগ নেতা রিপন বাবু, আওয়ামী লীগ নেতা আলমাসুর রহমান শিকদার, মনসুর আহাম্মেদ, সাব্বির হোসেন, নাবিন মন্ডল, আব্দুস সালাম, রতন, ওমর ফারুক, সাংবাদিক উজ্জ্বল অধিকারী ও আব্দুর রাজ্জাক বাবু। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বেলকুচি পৌর এলাকার সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের দুই পাশে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের নামে লোহার কাঠামো টাঙানো ব্যানার ও তোরণ সরাতে এমপিকে নোটিশ দেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এই নোটিশের প্রতিবাদে আজ শনিবার বিকেলে পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভার বিষয়টি জানতে পেরে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা তাঁর সমর্থিত লোকজন নিয়ে সেখানে আসেন। পরে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার প্রতিবাদে এমপির সমর্থকেরা সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে বেলকুচি পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার দিকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে চা চক্র ও রাজনৈতিক আলোচনা করছিলাম। এমন সময় এমপি আব্দুল মোমিন মণ্ডলের অনুসারীরা পরিকল্পিতভাবে পিএস সেলিমের নেতৃত্বে বেলকুচি থানার ওসির সহযোগিতায় আমাদের নেতা কর্মীর ওপরে সন্ত্রাসী হামলা চালায়।’
বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ভূমিকা রাখা এবং স্থানীয় পৌর মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপির তোরণ নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেয় পৌর ছাত্রলীগ। কিন্তু সমাবেশ শুরুর আগেই মেয়র রেজা ও তাঁর সমর্থকেরা আওয়ামী লীগের কার্যালয়ে এসে নেতা–কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। তাতে বেশ কিছু নেতা–কর্মী আহত হন।’
বেলকুচি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাকিম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়র ও সাবেক যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এমপির ব্যক্তিগত সহকারী সেলিম রেজাসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এই হামলার দায় পুরোটাই পৌর মেয়র রেজার।’
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে