Ajker Patrika

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫: ২৪
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে রাহুল হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। নিহত রাহুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। 

রাহুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত রাহুল খুলনায় থেকে কুয়েটে পড়াশোনা করতেন। কুয়েটের একাডেমিক পরীক্ষা শেষ করে গত বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন। জয়পুরহাট স্টেশনে পৌঁছার আগে ট্রেনে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ট্রেন স্টেশন থেকে ছাড়ার সময় ঘুম ভেঙে যায় তাঁর। তখন ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নিহত কুয়েট শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বগুড়ার শিবগঞ্জ থানায় খবর দেওয়া হবে। তারপর আইনগত সব প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত