Ajker Patrika

রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪: ০২
রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

প্রচণ্ড তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে রাজশাহীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকালে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের বাইরের অংশে এই নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী। পরে তিনি খুতবা দেন। খুতবায় প্রচণ্ড গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজের শুরুতে ইমাম মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। পরে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।

নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, ‘কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন।’ সে জন্য তাঁরা মহান আল্লাহর কাছে পাপের জন্য তওবা করে ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত