Ajker Patrika

সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিএনপির ১৬৪ নেতা-কর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৫: ০০
সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিএনপির ১৬৪ নেতা-কর্মীর নামে মামলা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামির হলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  জীবন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আকাশ খন্দকার, বিএনপির কর্মী বোরহান তালুকদার, শরীফ, হীরো, মুছা, আব্দুর রাজ্জাক ও সবুজ। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গতকাল রাতে বিএনপির নেতা-কর্মীরা সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে হামলা চালান। এ সময় কার্যালয়ের চেয়ার, টেবিল, আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার অপারেশন কর্মকর্তা সুমন কুমার দাস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত