Ajker Patrika

সোনামসজিদ বন্দর দিয়ে আসবে আরও ২৬ হাজার টন আলু 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সোনামসজিদ বন্দর দিয়ে আসবে আরও ২৬ হাজার টন আলু 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ২৬ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ২৯ জন আমদানিকারককে ভারত থেকে আলু আনতে এ অনুমতি দেওয়া হয়। 

আজ সোমবার সকালে সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করছেন।

সমির ঘোষ বলেন, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গতকাল রোববার পর্যন্ত মোট ৫০ জন আমদানিকারক ৪১ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে কয়েকজন আমদানিকারক ভারত থেকে আলু আনতে শুরু করেছেন। 

এর আগে প্রথম দফায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পায়। সবাই অনুমতি পাওয়া আলু আমদানি করেন।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ টন ভারতীয় আলু আমদানি হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। গতকাল রোববার সারা দিনে ১২টি ভারতীয় ট্রাকে ৩৩৩ টন, শনিবার ১৯টি ভারতীয় ট্রাকে মোট ৫১৮ টন আলু আমদানি হয়। 

দেশে প্রথমবারের মতো গত বৃহস্পতিবার দুটি ট্রাকে আসে ৫২ মেট্রিক টন আলু। ভারত থেকে আলু আমদানির ফলে চাঁপাইনবাবগঞ্জসহ এর আশপাশের এলাকাগুলোতে কমতে শুরু করেছে আলুর দাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত