Ajker Patrika

পাউরুটিতে কামড় দিতেই বেড়িয়ে এল সিগারেটের ফিল্টার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৪: ২৯
পাউরুটিতে কামড় দিতেই বেড়িয়ে এল সিগারেটের ফিল্টার

রাজশাহীর পুঠিয়ায় চায়ের দোকান থেকে একটি পাউরুটি কেনেন সাবেক সেনাসদস্য আব্দুস সোবহান। পরে পাউরুটিতে কামড় দিতেই ভেতর থেকে বেরিয়ে এল সিগারেটের ফিল্টার। 

আজ বুধবার সকালে উপজেলা সদর এলাকার একটি চা-দোকানে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে চা-দোকানের মালিক সনজিত হালদার বলেন, ‘আমি বেলাল নামে এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে প্রতিদিন বিস্কুট ও পাউরুটি কিনি। পাউরুটিগুলো পুঠিয়া নিউ একতা বিস্কুট ফ্যাক্টরিতে তৈরি করা হয়।’ 

সনজিত হালদার আরও বলেন, ‘আজ সকালে সোবহান নামে ওই সাবেক সেনাসদস্য একটি পাউরুটি কেনেন। পরে প্যাকেট খুলে কামড় দিতেই বেরিয়ে আসে সিগারেটের ফিল্টার। পরে বিষয়টি বিক্রয় প্রতিনিধি বেলালকে জানানো হয়।’ 

পাউরুটির ভেতরে পাওয়া গেছে সিগারেটের ফিল্টারসাবেক সেনাসদস্য আব্দুস সোবহান বলেন, ‘আজ সকালে আমি পাউরুটি কিনে খেতে গিয়ে সিগারেটের ফিল্টার পাই। এর ছবি তুলে রেখেছি। বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করা হবে।’ 

এ ব্যাপারে নিউ একতা বিস্কুট ফ্যাক্টরির মালিক মনির হোসেন বলেন, ‘কারখানায় অনেক শ্রমিক কাজ করেন। এমন ভুল হতেই পারে। তবে আপনারা জানালেন, এখন থেকে আমরা সতর্ক থাকব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত