Ajker Patrika

প্রতিবন্ধী কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতিবন্ধী কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজিম আলী (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম মহানগরীর উপকণ্ঠ পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক প্রতিবন্ধী কিশোরী গত ১৪ মে সকালে পাশের নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে ওই কিশোরীর বাবা-মাসহ নিকটাত্মীয়রা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

পরদিন সোমবার সকালে একই এলাকার এক ভ্যানচালক ওই কিশোরীকে রাস্তায় কাঁদতে দেখেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ওই শরীরিক প্রতিবন্ধী কিশোরী তার বাবা-মাকে জানায়, প্রাইভেট পড়া শেষে সে দুই দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। এসময় নাজিম তাকে ভয় দেখিয়ে অপহরণ করে।

এরপর তাকে চৌবাড়িয়া এলাকার একটি ভুট্টা খেতে অস্ত্র দেখিয়ে দিনভর আটকিয়ে রাখে ও ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভুট্টা খেতে রেখে নাজিম পালিয়ে যায়। এ ঘটনায় পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, মামলার পর পুলিশের একটি টিম নাজিমকে গ্রেপ্তারে মাঠে নামে। সোমবার দিবাগত গভীর রাতে তাকে চৌবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত