Ajker Patrika

সিরাজগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভেতরের তার জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন—উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের মো. নুরুল ইসলাম (২৮), রামকান্তপুর গ্রামের মো. আসাদুজ্জামান আসাদ (২৬), ঘোষগাতি গ্রামের শ্ৰী উজ্জল দত্ত (৪৪), নয়নগাতী গ্রামের মো. রাজিব হোসেন (২৭) ও মো. ইউনুছ আলী (৪৫)। তাঁদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

ওসি বলেন, ‘উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোসী ইউনিয়নের সদয়, বেতকান্দি, বন্যাকান্দিসহ বিভিন্ন ফসলের মাঠ থেকে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল চক্রটি। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। কৃষকেরা মামলা করলে আমরা অভিযান চালিয়ে চোর চক্রে ৫ জনকে গ্রেপ্তার করেছি। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভেতরের তার জব্দ করা হয়।’ 

ওসি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। দ্রুত এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত