Ajker Patrika

বাসস্ট্যান্ডগুলোতে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড়

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বাসস্ট্যান্ডগুলোতে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটি শেষে আবারও রাজধানীতে ফিরছেন মানুষজন। তাই বগুড়ার বাসস্ট্যান্ডগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। মহাসড়কে বেড়েছে দূরপাল্লার যান। গতকাল শুক্রবার সকাল থেকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ও মোকামতলা বাসস্ট্যান্ডে রয়েছে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। এ সময় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসের টিকিট পাচ্ছেন না।

শিবগঞ্জের রহবল এলাকার বাসিন্দা ও ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত যুবক সোহেল রানা হিরু বলেন, দুই ঘণ্টা যাবৎ শ্যামলী, এনা, এস আর পরিবহনসহ বিভিন্ন কাউন্টারে ঘুরছি। ৫০০ টাকার ভাড়া কেউ চাচ্ছে ১ হাজার ৩০০ টাকা আবার কেউ চাচ্ছে ১ হাজার ২০০ টাকা।

একই উপজেলার আব্দুর রহিম পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে ফিরছেন ঢাকায়। কিন্তু মানসম্মত বাস পাচ্ছেন না তিনি। তিনি বলেন, উত্তরবঙ্গের ভালো গাড়ি যেমন হানিফ, শ্যামলী এসআর ইত্যাদির কাউন্টারে গেলে সেখানকার লোক বললেন আজকের টিকিট নেই। আবার একটু পরে অন্য একজন এক সিটের ভাড়া ১ হাজার ৫০০ টাকা চাচ্ছেন।

বাসস্ট্যান্ডে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা আপেল মাহমুদ নামে এক যুবক বলেন, নিম্নমানের কিছু বাসে ৭০০ থেকে ১ হাজার টাকা প্রতি সিটের ভাড়া চাওয়া হচ্ছে। সেই বাসে গেলে তো নিরাপত্তা নাই। কোথায় নেমে দেবে কে জানে? শুধু তাই নয়, যে যেভাবে খুশি কয়েক গুন বেশি দাম চেয়ে বসছেন।

কাউন্টার কর্তৃপক্ষ বলছেন, যাত্রীর চাপ বেশি হওয়ায় টিকিট পেতে প্রতিযোগিতা চলছে। তাই যাত্রীরাই বাড়তি ভাড়া দিয়ে টিকিট নিচ্ছে। 

শ্যামলী কাউন্টারের অনন্ত নামে এক ব্যক্তি বলেন, বাড়তি ভাড়া যাত্রীরাই দিতে চাচ্ছেন। আমরা জোর করে নিচ্ছি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত