Ajker Patrika

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে আসামি পালানোর ঘটনায় এবার জেলার প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১১: ২৯
বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে আসামি পালানোর ঘটনায় এবার জেলার প্রত্যাহার

বগুড়া জেলা কারাগারের কনডেম সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় পাঁচজনকে সাময়িক বরখাস্তের পর এবার কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেলকে প্রত্যাহার করা হয়েছে। কয়েদি পালানোর ঘটনায় দায়ের করা মামলার বাদী তিনি। এদিকে তাঁর স্থলে রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফকে বগুড়া জেলা কারাগারে জেলার হিসেবে বদলি করা হয়েছে। 

আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা করাগারের জেল সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে জেলার ফরিদুর রহমান রুবেলকে কারা অধিদপ্তরের নির্দেশে রাজশাহী ডিআইজি প্রিজন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’ 

এর আগে চার কয়েদি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়া জেলা কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী আব্দুল মতিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া আরও তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। 

গত ২৬ জুন দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে, বিছানার চাদরকে রশি হিসেবে ব্যবহার করে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বগুড়া কারাগার চত্বর পরিদর্শন করে তদন্তকাজ শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত