Ajker Patrika

রেললাইনে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা যুবক নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮: ২৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২৮) এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার কানুপুর রেলগেট এলাকার রবিদাসপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহতের গায়ের রং ফরসা, পরনে লাল-কালো রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে।

প্রত্যক্ষদর্শী রবিদাসপাড়া গ্রামের ববিতা রানী বলেন, ‘ট্রেন যখন কানুপুর রেলগেট অতিক্রম করছিল, তখন ওই যুবক রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে ছিল। ওই স্থান থেকে আমি একটু দূরে থেকে দাঁড়িয়ে চিৎকার করে রেললাইনের ওপর থেকে সরে যেতে বলেছিলাম। তখন ওই যুবক রেললাইনের ওপর থেকে নেমে গিয়ে ট্রেন আসার আগমুহূর্তে আবারও রেললাইনের মাঝখানে দাঁড়ায়। পরে তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।’

কানুপুর রেলওয়ের গেট কিপার মো. মান্নান হোসেন বলেন, ‘চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রকেট মেইল ট্রেন বেলা ১টা ৪৭ মিনিটে আমার গেট অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর আমার গেট থেকে দক্ষিণ দিকে ৩০৫/২ কিলোমিটার স্থানে অজ্ঞাত এক ব্যক্তি টেনে নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়েন। আমি বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশনমাস্টার রেহেনা পারভীন বলেন, ‘ট্রেনচালক আমাকে যেটি জানিয়েছেন, নিহত ওই ব্যক্তির বয়স ২৫ থেকে ৩০-এর মতো হতে পারে। ট্রেন আসার মাত্র ২০-২৫ হাত দূরে হুট করে ওই ব্যক্তি রেলে উঠে পড়ে। কয়েক সেকেন্ডের সময়ের জন্য চালক হর্ন দেওয়ার পরিস্থিতি ছিল না। তিনি দেখেছেন দু-তিনটা বগি যাওয়ার পর মরদেহ রেলের নিচে যখন পড়ে যায়, তখন ঝাঁপ দেওয়া স্থানে এক নারী দাঁড়িয়ে ছিলেন। তিনি মাথা হাত দিয়ে টলে পড়েন। ওই সময় পাশে লোক থাকলেও বাঁচানোর জন্য কোনো সুযোগ ছিল না। যেহেতু ঘটনাটি আমার এরিয়ার বাইরে, বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবগত করেছি।’

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত