Ajker Patrika

৮ বছর পরে আজ ঈশ্বরদী আওয়ামী লীগের সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৪
৮ বছর পরে আজ ঈশ্বরদী আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ আট বছর পর আজ পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ বিরতি আর প্রতিদ্বন্দ্বিতা মিলে বেশ উৎকণ্ঠার মধ্যেই আলহাজ্ টেক্সটাইল উচ্চবিদ্যালয়ের মাঠে এই সম্মেলন হচ্ছে। 

আজ বেলা ১১টায় পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম এই সম্মেলনের উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন উপস্থিত থাকছেন। এরই মধ্যে তাঁরা এলাকায় চলে এসেছেন। 

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। 

এক প্যানেলে সভাপতি পদে রয়েছেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান কনক শরীফ। অন্য প্যানেলে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস; সাধারণ সম্পাদক পদে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। 

সবশেষ ২০১৩ সালের ১১ জুন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনে আনিসুন্নবী বিশ্বাস সভাপতি ও মকলেছুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ায় কমিটির সহসভাপতি নায়েব আলী বিশ্বাস দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

সম্মেলন প্রসঙ্গে আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলিম বলেন, `সম্মেলন সফল করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সম্মেলনকে কেন্দ্র করে কিছু গুজব রয়েছে। এসব গুজব যেন কোনোভাবেই সম্মেলনকে কলুষিত করতে না পারে, সে জন্য আমরা সবাই চেষ্টা করছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত