চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের ১৭ হাজার ৯৬২ জন অংশ নিচ্ছেন। এ জেলায় এই পদে ২৯৫ জনের চাহিদা রয়েছে। এ হিসাবে প্রতিটি পদের জন্য লড়াই করবেন ৬০ জনের বেশি চাকরিপ্রত্যাশী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৯টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। করোনাভাইরাস মহামারির কারণে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এবার সে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গত ৫ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঝুলে থাকা সহকারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষার বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০-এর লিখিত পরীক্ষা ২২ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবারের পরীক্ষায় জেলার ১৭ হাজার ৯৬২ জন চাকরিপ্রত্যাশী অংশ নিচ্ছে। জেলার ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাইফুল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৯৫ জন সহকারী শিক্ষকের চাহিদা দেওয়া হয়েছিল। সে হিসেবে এ ধাপে ২৯৫ জন শিক্ষক নেওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় নতুন করে পদ শূন্য হয়েছে। এ জন্য নিয়োগের সংখ্যাটা কম-বেশি হতে পারে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি প্রচারপত্র পাঠায় জেলা প্রশাসন। প্রচারপত্রে বলা হয়, লিখিত পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষার্থী অবশ্যই তাঁর নির্ধারিত আসনে বসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘণ্টা বাজানো হবে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে তালাবদ্ধ করা হবে। এর পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা কেন্দ্র থেকে বের হতে দেওয়া হবে না। এ সময়ের পর ম্যাজিস্ট্রেট ব্যতীত কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হবে না।
নির্দেশনায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিকস হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে দেওয়া যাবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, তাঁকে তাৎক্ষণিক বহিষ্কার করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের ১৭ হাজার ৯৬২ জন অংশ নিচ্ছেন। এ জেলায় এই পদে ২৯৫ জনের চাহিদা রয়েছে। এ হিসাবে প্রতিটি পদের জন্য লড়াই করবেন ৬০ জনের বেশি চাকরিপ্রত্যাশী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৯টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। করোনাভাইরাস মহামারির কারণে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এবার সে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গত ৫ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঝুলে থাকা সহকারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষার বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০-এর লিখিত পরীক্ষা ২২ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবারের পরীক্ষায় জেলার ১৭ হাজার ৯৬২ জন চাকরিপ্রত্যাশী অংশ নিচ্ছে। জেলার ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাইফুল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৯৫ জন সহকারী শিক্ষকের চাহিদা দেওয়া হয়েছিল। সে হিসেবে এ ধাপে ২৯৫ জন শিক্ষক নেওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় নতুন করে পদ শূন্য হয়েছে। এ জন্য নিয়োগের সংখ্যাটা কম-বেশি হতে পারে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি প্রচারপত্র পাঠায় জেলা প্রশাসন। প্রচারপত্রে বলা হয়, লিখিত পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষার্থী অবশ্যই তাঁর নির্ধারিত আসনে বসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘণ্টা বাজানো হবে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে তালাবদ্ধ করা হবে। এর পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা কেন্দ্র থেকে বের হতে দেওয়া হবে না। এ সময়ের পর ম্যাজিস্ট্রেট ব্যতীত কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হবে না।
নির্দেশনায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিকস হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে দেওয়া যাবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, তাঁকে তাৎক্ষণিক বহিষ্কার করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে