Ajker Patrika

ছাত্রদলের অনশনে পাল্টাপাল্টি ধাওয়া 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬: ১৮
ছাত্রদলের অনশনে পাল্টাপাল্টি ধাওয়া 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে বগুড়া জেলা ছাত্রদলের অনশন কর্মসূচিতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের শহীদ খোকন পার্কে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনশন শুরু করে জেলা ছাত্রদল। দুপুরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের অনশনকারী নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনেছে ছাত্রদল ও ছাত্রলীগ। 

জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, ‘শহীদ খোকন পার্কে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া ১টার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পার্কে ঢুকে অতর্কিতে ধাওয়া করেন। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করেন। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি। ৩টার দিকে আমাদের অনশন কর্মসূচি শেষ হবে।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ‘আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের কোনায় চা পান করছিলেন। এমন সময় তাঁদের ওপর অতর্কিতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা সে সময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই।’ 

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত