শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মো. জোবায়ের হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি দলের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
রোববার (১৩ জুলাই) জোবায়ের নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, ‘রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি কর্মকাণ্ড চলমান থাকায় আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি দিলাম।’
ফেসবুক পোস্টে জোবায়ের হোসেন লেখেন,
‘আসসালামু আলাইকুম,
সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমি মো. জোবায়ের হোসেন, শাজাহানপুর থানার ১ নম্বর আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব। রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি চলমান থাকার কারণে আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।
‘যে দল মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না, সে দলে থাকার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই বলে আমি মনে করি। চলমান রাজনৈতিক দল বিএনপির সব কর্মকাণ্ড থেকে আমি নিজেকে আজ থেকে সরিয়ে নিলাম।
সকলকে ধন্যবাদ।’
তবে শাজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন আজকের পত্রিকাকে বলেন, ‘জোবায়ের কোনো দিনও ছাত্রদলের কর্মসূচিতে অংশগ্রহণ করত না। একদিন উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির একটি অংশের সহযোগিতায় শিক্ষার্থীদের সমর্থনে আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মনোনীত হয়। পদ পাওয়ার পরেও তাকে আমি কোনো দিন ছাত্রদলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখিনি। পদে আসীন হওয়ার পরে শুনেছি সে শিবিরের কর্মী ছিল। পদে থাকলেও সে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেনি।’
ছোটন আরও বলেন, ‘আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সর্বশেষ কমিটিতে তাকে কোনো পদে রাখিনি। সে আমাদের কর্মী বা নেতা নয়, তাই তার পদত্যাগ করার কোনো সুযোগ নেই। পদ থাকলেই কেবল পদত্যাগের প্রশ্ন আসে।’
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মো. জোবায়ের হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি দলের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
রোববার (১৩ জুলাই) জোবায়ের নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, ‘রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি কর্মকাণ্ড চলমান থাকায় আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি দিলাম।’
ফেসবুক পোস্টে জোবায়ের হোসেন লেখেন,
‘আসসালামু আলাইকুম,
সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমি মো. জোবায়ের হোসেন, শাজাহানপুর থানার ১ নম্বর আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব। রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি চলমান থাকার কারণে আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।
‘যে দল মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না, সে দলে থাকার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই বলে আমি মনে করি। চলমান রাজনৈতিক দল বিএনপির সব কর্মকাণ্ড থেকে আমি নিজেকে আজ থেকে সরিয়ে নিলাম।
সকলকে ধন্যবাদ।’
তবে শাজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন আজকের পত্রিকাকে বলেন, ‘জোবায়ের কোনো দিনও ছাত্রদলের কর্মসূচিতে অংশগ্রহণ করত না। একদিন উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির একটি অংশের সহযোগিতায় শিক্ষার্থীদের সমর্থনে আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মনোনীত হয়। পদ পাওয়ার পরেও তাকে আমি কোনো দিন ছাত্রদলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখিনি। পদে আসীন হওয়ার পরে শুনেছি সে শিবিরের কর্মী ছিল। পদে থাকলেও সে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেনি।’
ছোটন আরও বলেন, ‘আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সর্বশেষ কমিটিতে তাকে কোনো পদে রাখিনি। সে আমাদের কর্মী বা নেতা নয়, তাই তার পদত্যাগ করার কোনো সুযোগ নেই। পদ থাকলেই কেবল পদত্যাগের প্রশ্ন আসে।’
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে