বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বিএনপির আগামীকাল শুক্রবারের জনসভাকে বানচাল করতে পুলিশ দলটির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও তাঁদের বাড়ি বাড়ি তল্লাশি করছে বলে অভিযোগ তুলেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
পাশাপাশি এক রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের তালিকাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। তবে পুলিশ বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে তাদের সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদান করতে কাজ করা হচ্ছে।
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, ১০ দফা দাবিতে বগুড়ায় ২৬ মে (শুক্রবার) জনসভা আহ্বান করা হয়। সেই জনসভাকে বানচাল করতে জেলাব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিনা মামলা ও বিনা পরোয়ানায় গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। গত বুধবার রাতেই কাহালু, সারিয়াকান্দি, আদমদীঘি ও দুপচাঁচিয়া থানা-পুলিশ গ্রেপ্তার করে ১৫ জনকে। এ ছাড়া শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে তল্লাশি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হেনা বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই পুলিশ তল্লাশি ও গণগ্রেপ্তার শুরু করেছে। আগামীকালের জনসভাকে বানচাল করতেই এমন তৎপরতা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই জনসভাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব বগুড়ার প্রশাসনকে বহন করতে হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, সংবাদ সম্মেলন করে তাঁরা যে অভিযোগ করেছেন তা খুবই দুঃখজনক। তাঁদের জনসভাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশি সহায়তা চাওয়া হলে তাঁদের মাঠ বরাদ্দ করাসহ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কিন্তু তাঁরা উল্টো অভিযোগ করেছেন। পুলিশ যে অভিযান চালাচ্ছে তা চলমান প্রক্রিয়া। এর সঙ্গে জনসভার কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়ায় বিএনপির আগামীকাল শুক্রবারের জনসভাকে বানচাল করতে পুলিশ দলটির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও তাঁদের বাড়ি বাড়ি তল্লাশি করছে বলে অভিযোগ তুলেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
পাশাপাশি এক রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের তালিকাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। তবে পুলিশ বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে তাদের সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদান করতে কাজ করা হচ্ছে।
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, ১০ দফা দাবিতে বগুড়ায় ২৬ মে (শুক্রবার) জনসভা আহ্বান করা হয়। সেই জনসভাকে বানচাল করতে জেলাব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিনা মামলা ও বিনা পরোয়ানায় গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। গত বুধবার রাতেই কাহালু, সারিয়াকান্দি, আদমদীঘি ও দুপচাঁচিয়া থানা-পুলিশ গ্রেপ্তার করে ১৫ জনকে। এ ছাড়া শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে তল্লাশি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হেনা বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই পুলিশ তল্লাশি ও গণগ্রেপ্তার শুরু করেছে। আগামীকালের জনসভাকে বানচাল করতেই এমন তৎপরতা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই জনসভাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব বগুড়ার প্রশাসনকে বহন করতে হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, সংবাদ সম্মেলন করে তাঁরা যে অভিযোগ করেছেন তা খুবই দুঃখজনক। তাঁদের জনসভাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশি সহায়তা চাওয়া হলে তাঁদের মাঠ বরাদ্দ করাসহ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কিন্তু তাঁরা উল্টো অভিযোগ করেছেন। পুলিশ যে অভিযান চালাচ্ছে তা চলমান প্রক্রিয়া। এর সঙ্গে জনসভার কোনো সংশ্লিষ্টতা নেই।
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৪ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৪ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৬ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৭ ঘণ্টা আগে