বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালুতে চুরির অভিযোগে গ্রাম্য সালিসে মারধরের পর বাড়ি ফিরে পারভেজ আলম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় কাহালু থানায় পারভেজের মা পারভীন বেগম বাদী হয়ে তিনজনকে আসামিকে করে হত্যা মামলা করেছেন।
গতকাল রোববার রাতে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
পারভেজ আলম বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তর-পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেন রতনের ছেলে। সে তার পরিবারের সঙ্গে বারোমাইল এলাকায় থাকত এবং স্থানীয় একটি পেপার মিলে ট্রাকের হেলপারের কাজ করত।
মৃতের পরিবারের বরাত দিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘শেখাহার বাসস্ট্যান্ড এলাকায় সাজ্জাদের চাতাল থেকে রড চুরি করার অভিযোগে পারভেজ নামের এক কিশোরকে নিয়ে গতকাল বেলা তিনটায় স্থানীয় ইউপি সদস্য জবিবর রহমান সালিস বৈঠক বসায়। সালিসে পারভেজকে মারধর ছাড়াও দুই হাজার টাকা জরিমানা করা হয়।’
ওসি আরও বলেন, ‘পরে বাড়িতে ফিরে গেলে রাত ১২টার দিকে পারভেজ বুকে ব্যথা অনুভব করে। তাকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পারভেজকে সেখানে নেওয়ার পথে রাত একটার দিকে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ আজ (সোমবার) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।’
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। মামলার আসামি চাতালমালিক সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য জবিবর রহমান ও সাজ্জাদের ভাই বক্কর পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বগুড়ার কাহালুতে চুরির অভিযোগে গ্রাম্য সালিসে মারধরের পর বাড়ি ফিরে পারভেজ আলম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় কাহালু থানায় পারভেজের মা পারভীন বেগম বাদী হয়ে তিনজনকে আসামিকে করে হত্যা মামলা করেছেন।
গতকাল রোববার রাতে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
পারভেজ আলম বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তর-পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেন রতনের ছেলে। সে তার পরিবারের সঙ্গে বারোমাইল এলাকায় থাকত এবং স্থানীয় একটি পেপার মিলে ট্রাকের হেলপারের কাজ করত।
মৃতের পরিবারের বরাত দিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘শেখাহার বাসস্ট্যান্ড এলাকায় সাজ্জাদের চাতাল থেকে রড চুরি করার অভিযোগে পারভেজ নামের এক কিশোরকে নিয়ে গতকাল বেলা তিনটায় স্থানীয় ইউপি সদস্য জবিবর রহমান সালিস বৈঠক বসায়। সালিসে পারভেজকে মারধর ছাড়াও দুই হাজার টাকা জরিমানা করা হয়।’
ওসি আরও বলেন, ‘পরে বাড়িতে ফিরে গেলে রাত ১২টার দিকে পারভেজ বুকে ব্যথা অনুভব করে। তাকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পারভেজকে সেখানে নেওয়ার পথে রাত একটার দিকে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ আজ (সোমবার) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।’
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। মামলার আসামি চাতালমালিক সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য জবিবর রহমান ও সাজ্জাদের ভাই বক্কর পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন যুবদল কর্মী রাশিদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পূর্বশত্রুতার জেরে আজ শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেসাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে