জয়পুরহাট প্রতিনিধি
‘হামার ছয় বছরের মেয়ে সারাবান তহুরা এই বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যায়। এরই মধ্যে তিনবার পুকুরে পড়ে গেছে। ভাগ্য ভালো, প্রতিবেশীরা দেখে ফেলায় প্রাণে বাঁচিচে। কিন্তু প্রতিদিন তো কেউ থাকে না।’ কথাগুলো বলছিলেন জয়পুরহাটের কালাই উপজেলার সাঁতার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইউসুব আলী।
এই একটি বক্তব্যেই যেন ফুটে উঠেছে শতাধিক পরিবারের নিত্যদিনের দুর্ভোগ। দীর্ঘ আট মাস ধরে একটি বাঁশের সাঁকোর ওপর ভর করে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন তারা।
সরেজমিনে জানা গেছে, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার পূর্বপাড়া গ্রামের ‘মাগুড়া গাড়ি’ নামে দুই বিঘার সরকারি খাস পুকুরে মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়েছে। এর ফলে পুকুরের পাশঘেঁষা মূল চলাচলের রাস্তা পানিতে বিলীন হয়ে গেছে। এতে এলাকাবাসীর চলাফেরা কঠিন হয়ে পড়ে।
বাধ্য হয়ে গ্রামবাসী নিজেদের উদ্যোগে ১ লাখ টাকা ব্যয়ে তিন দিনে বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করে। তবে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ একাব্বর হোসেন বলেন, ‘জরুরি দরকার ছাড়া বাইরে বের হই না। সাঁকোর কথা ভাবলেই ভয় লাগে। পা ফসকে গেলে আর উঠে দাঁড়াতে পারব না।’
আশরাফ আলী নামে আরেকজন বলেন, ‘গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতে হলে সবচেয়ে বেশি আতঙ্কে থাকতে হয়।’
অভিভাবকদের অভিযোগ, শিশুদের স্কুলে যাওয়া-আসার সময় প্রতিটি মুহূর্তেই দুর্ঘটনার শঙ্কা থাকে। সব সময় কেউ সঙ্গে যেতে পারে না, অনেক সময় শিশুদের একাই যেতে হয়।
বিষয়টি নিয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সরেজমিনে গিয়ে দ্রুত ব্যবস্থা নেব।’
এলাকাবাসীর দাবি, দ্রুত পুকুর ভরাট করে আগের মতো সড়কটি পুনর্নির্মাণ করা হোক, যেন তারা নিরাপদে চলাচল করতে পারে।
‘হামার ছয় বছরের মেয়ে সারাবান তহুরা এই বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যায়। এরই মধ্যে তিনবার পুকুরে পড়ে গেছে। ভাগ্য ভালো, প্রতিবেশীরা দেখে ফেলায় প্রাণে বাঁচিচে। কিন্তু প্রতিদিন তো কেউ থাকে না।’ কথাগুলো বলছিলেন জয়পুরহাটের কালাই উপজেলার সাঁতার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইউসুব আলী।
এই একটি বক্তব্যেই যেন ফুটে উঠেছে শতাধিক পরিবারের নিত্যদিনের দুর্ভোগ। দীর্ঘ আট মাস ধরে একটি বাঁশের সাঁকোর ওপর ভর করে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন তারা।
সরেজমিনে জানা গেছে, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার পূর্বপাড়া গ্রামের ‘মাগুড়া গাড়ি’ নামে দুই বিঘার সরকারি খাস পুকুরে মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়েছে। এর ফলে পুকুরের পাশঘেঁষা মূল চলাচলের রাস্তা পানিতে বিলীন হয়ে গেছে। এতে এলাকাবাসীর চলাফেরা কঠিন হয়ে পড়ে।
বাধ্য হয়ে গ্রামবাসী নিজেদের উদ্যোগে ১ লাখ টাকা ব্যয়ে তিন দিনে বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করে। তবে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ একাব্বর হোসেন বলেন, ‘জরুরি দরকার ছাড়া বাইরে বের হই না। সাঁকোর কথা ভাবলেই ভয় লাগে। পা ফসকে গেলে আর উঠে দাঁড়াতে পারব না।’
আশরাফ আলী নামে আরেকজন বলেন, ‘গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতে হলে সবচেয়ে বেশি আতঙ্কে থাকতে হয়।’
অভিভাবকদের অভিযোগ, শিশুদের স্কুলে যাওয়া-আসার সময় প্রতিটি মুহূর্তেই দুর্ঘটনার শঙ্কা থাকে। সব সময় কেউ সঙ্গে যেতে পারে না, অনেক সময় শিশুদের একাই যেতে হয়।
বিষয়টি নিয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সরেজমিনে গিয়ে দ্রুত ব্যবস্থা নেব।’
এলাকাবাসীর দাবি, দ্রুত পুকুর ভরাট করে আগের মতো সড়কটি পুনর্নির্মাণ করা হোক, যেন তারা নিরাপদে চলাচল করতে পারে।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে