ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে তাঁর দেবর বিল্টু সরকার কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় পায়ে হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
পারভীন আক্তারের পরিবারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়।
এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিল্টু সরকার কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে বিল্টু সরকারসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বিল্টু সরকার বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে তাঁর দেবর বিল্টু সরকার কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় পায়ে হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
পারভীন আক্তারের পরিবারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়।
এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিল্টু সরকার কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে বিল্টু সরকারসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বিল্টু সরকার বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে