Ajker Patrika

বগুড়ায় হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি কারাগারে

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি কারাগারে

ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শ্রমিক দল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার আদালত পরিদর্শক মোছাদ্দেক আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট গাবতলী পৌর শ্রমিক দলের সহসভাপতি জিল্লুর রহমান বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। সরকার পতনের পর তাঁর স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামি।

আদালত পুলিশ পরিদর্শক আরও বলেন, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত