Ajker Patrika

চালকের বেপরোয়া ওভারটেকিংয়ে সড়কে ঝরল ৭ প্রাণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ২০: ৪৪
চালকের বেপরোয়া ওভারটেকিংয়ে সড়কে ঝরল ৭ প্রাণ

নাটোরের বড়াইগ্রামে বেপরোয়া ওভারটেকের কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ শনিবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মহিষভাঙ্গা এলাকায় গাজী অটো রাইসমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের একটি বাস একতা পরিবহনের একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সিয়াম পরিবহনের বাসটি ছিটকে গিয়ে গাজী অটো রাইসমিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ন্যাশনাল পরিবহনের বাসটিও মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে কিছুটা নেমে যায়। এতে ন্যাশনালের চার যাত্রী ও সিয়ামের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। উভয় বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। 

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা, বড়াইগ্রাম থানা ও বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের বনপাড়া, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

দুপুর ১২টার দিকে দুর্ঘটনায় আহত মোহনা আক্তার মিলি (২৬) নামে এক যাত্রীকে বনপাড়ার আমেনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

ন্যাশনাল পরিবহনের যাত্রী আরইবির রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক (এসি) এনামুল হক বলেন, তিনি সিরাজগঞ্জের ফুট ভিলেজ থেকে রাজশাহী যাওয়ার জন্য বাসে ওঠেন। আসন নম্বর ডি ৩-৪। বনপাড়ার গাজী অটো রাইসমিল ও পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনের বাঁকে একতা পরিবহনের একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে যান। এ সময় একটি বাস গাজী অটো রাইসমিলের একটি ট্রাকের সঙ্গেও ধাক্কা খায়। ঘটনাস্থলে তিনি ছয়জনের মৃতদেহ দেখতে পেয়েছেন। বহু যাত্রীকে আহত অবস্থায় দেখেছেন। নিজেও আঘাত পেয়েছেন। 

যাত্রীরা বলছেন বারবার নিষেধ করা সত্ত্বেও চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেনন্যাশনাল পরিবহনের যাত্রী রাজন (৩২) ও আক্তারী খানম (৪১) বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। অনেক যাত্রীর অনুরোধেও গতি কমাননি। তার কারণেই ঝরে গেল সাতটি তাজা প্রাণ।

নিহত ব্যক্তিরা হলেন সিয়াম পরিবহনের যাত্রী নাটোর সদর থানার পাইকোরদল এলাকার প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে কাউছার রহমান (১৮) এবং মেয়ে সাদিয়া আক্তার (১২) ও শ্যালক নাটোর সদর থানার পাইকোরদল এলাকার মুক্তার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪৮) এবং ন্যাশনাল পরিবহনের যাত্রী নাটোরের লালপুর থানার ওয়ালিয়া এলাকার মোহনা আক্তার মিলি (২৬), মাগুরা সদর থানার মিজানুর রহমান (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান (৪০) ও টাঙ্গাইলের দেলদুয়ার থানার বেঙ্গুনিয়া গ্রামের আব্দুল জলিল (২৬)।

হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুল ওভারটেকিং করার সময় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। সড়কে যাতায়াত নির্বিঘ্ন করতে তাঁরা কাজ করছেন। 

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বনপাড়ার পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত