কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রায় দেড় মাস ধরে একটি গরুর মালিকের খোঁজ করা হয়েছিল। এর জন্য পুরো এলাকায় টানা কয়েক দিন মালিকের সন্ধান চেয়ে প্রচারও করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই মালিকের সন্ধান মেলেনি। শেষে গতকাল বুধবার রাতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে এর অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়েছে। ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ভোরে বাড়ির পাশে বীজতলা পরিচর্যা করতে যান উপজেলার হাজরাহাটি গ্রামের দেলোয়ার হোসেন। সেখানে তিনি হালকা লাল বর্ণের একটি বকনা গরু ঘোরাফেরা করতে দেখেন। একই গ্রামের ওসমান, মান্নান ও খালেকের উপস্থিতিতে গরুটি তাঁর বাড়িতে নিজ জিম্মায় রাখেন।
পরে মাইক দিয়ে মালিকের সন্ধান চেয়ে টানা কয়েক দিন প্রচার চালানো হয়। কোনোভাবেই গরুর মালিকের সন্ধান মিলছিল না। পরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের উপস্থিতিতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে সেই অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘গরুটি আমার বাড়িতে রাখা যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। অনেকে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত। আমি বিষয়টা চেয়ারম্যানকে জানাই। তিনি গত রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে এই ব্যবস্থা করে দিয়েছেন।’
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, ‘এলাকার সবাই জানে দেলোয়ার একটি গরু পেয়েছিলেন। মালিকের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করেছেন তিনি। কিন্তু গরুটির মালিক পাওয়া যায়নি। এ অবস্থায় চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে গরুটি বিক্রি করা হয়েছে ৪৪ হাজার ৫০০ টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই টাকা মসজিদে দিয়েছি।’
চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, ‘অনেক চেষ্টা করেও তারা গরুর মালিকের সন্ধান পায়নি। গরুটি কী করবে ভেবে না পেয়ে আমাকে জানালে বুধবার রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে গরুটি বিক্রি করা হয়। ৪৪ হাজার ৫০০ টাকার মধ্যে ৩০ হাজার স্থানীয় তিনটি মসজিদে দান করে বাকি টাকা খরচ বাবদ দেলোয়ারকে দিয়ে দেওয়া হয়েছে।’
প্রায় দেড় মাস ধরে একটি গরুর মালিকের খোঁজ করা হয়েছিল। এর জন্য পুরো এলাকায় টানা কয়েক দিন মালিকের সন্ধান চেয়ে প্রচারও করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই মালিকের সন্ধান মেলেনি। শেষে গতকাল বুধবার রাতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে এর অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়েছে। ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ভোরে বাড়ির পাশে বীজতলা পরিচর্যা করতে যান উপজেলার হাজরাহাটি গ্রামের দেলোয়ার হোসেন। সেখানে তিনি হালকা লাল বর্ণের একটি বকনা গরু ঘোরাফেরা করতে দেখেন। একই গ্রামের ওসমান, মান্নান ও খালেকের উপস্থিতিতে গরুটি তাঁর বাড়িতে নিজ জিম্মায় রাখেন।
পরে মাইক দিয়ে মালিকের সন্ধান চেয়ে টানা কয়েক দিন প্রচার চালানো হয়। কোনোভাবেই গরুর মালিকের সন্ধান মিলছিল না। পরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের উপস্থিতিতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে সেই অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘গরুটি আমার বাড়িতে রাখা যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। অনেকে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত। আমি বিষয়টা চেয়ারম্যানকে জানাই। তিনি গত রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে এই ব্যবস্থা করে দিয়েছেন।’
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, ‘এলাকার সবাই জানে দেলোয়ার একটি গরু পেয়েছিলেন। মালিকের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করেছেন তিনি। কিন্তু গরুটির মালিক পাওয়া যায়নি। এ অবস্থায় চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে গরুটি বিক্রি করা হয়েছে ৪৪ হাজার ৫০০ টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই টাকা মসজিদে দিয়েছি।’
চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, ‘অনেক চেষ্টা করেও তারা গরুর মালিকের সন্ধান পায়নি। গরুটি কী করবে ভেবে না পেয়ে আমাকে জানালে বুধবার রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে গরুটি বিক্রি করা হয়। ৪৪ হাজার ৫০০ টাকার মধ্যে ৩০ হাজার স্থানীয় তিনটি মসজিদে দান করে বাকি টাকা খরচ বাবদ দেলোয়ারকে দিয়ে দেওয়া হয়েছে।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
১০ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৬ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪১ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে