Ajker Patrika

২০ বছর পর চারঘাট বিএনপির সম্মেলন আজ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৪: ৩৩
২০ বছর পর চারঘাট বিএনপির সম্মেলন আজ

দীর্ঘ ২০ বছর পর আজ চারঘাট উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত ৮ জুন জেলা বিএনপির বর্ধিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সম্মেলনের এই তারিখ ঘোষণা করেন। অনেক দিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। 

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হবে। উপজেলা কমিটি গঠনে আজ ৪২৭ জন কাউন্সিলর এবং পৌর কমিটি গঠনে ৬৪৯ জন কাউন্সিলর তাঁদের ভোট প্রয়োগ করবেন। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সর্বশেষ ২০০৩ সালে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়েছিল। সেই কমিটিতে উপজেলার সভাপতি ছিলেন রাজশাহী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অন্যদিকে পৌর কমিটির সভাপতি ছিলেন কায়েম উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বিকুল।   

দুই বছরের জন্য গঠিত সেই কমিটি কার্যক্রম চালিয়েছে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে চলছে উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় হতাশ ছিলেন নেতা-কর্মীরা। এ অবস্থায় সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীরা উচ্ছ্বসিত।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল ও ইউনুস তালুকদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুরাদ পাশা ও শাহীনুর রহমান শাহীন। 

এদিকে পৌর কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কায়েম উদ্দিন ও মমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আব্দুস সালেক আদিল, মোহাম্মদ রোকোনুজ্জামান ও নাজমুল হক। 

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, ‘২০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলররা তাঁদের ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির নেতা নির্বাচন করবেন। এ জন্য আমরা উপজেলা সদরে বড় পরিসরে সম্মেলনের আয়োজন করতে চেয়েছিলাম। তবে প্রশাসনিক নানা জটিলতার কারণে মাড়িয়া স্কুল চত্বরে ছোট পরিসরে সম্মেলনটির আয়োজন করেছি।’ 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ জন্য উপজেলা ও পৌর বিএনপি সম্মেলনে নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। এর কোনো বিকল্প নেই। সম্মেলনে মাধ্যমে এই উপজেলায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেশি গতিশীল হবে এবং ভবিষ্যতে দলীয় যেকোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত