রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তিনি তাঁর পথ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির।
তিনি বলেন, ‘উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিকেল ৩টা ২ মিনিটে পদত্যাগ করেছেন।’
এর আগে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়ার পর উপাচার্য তার পদ থেকে সরে দাঁড়ান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বিকেল ৩টার দিকে মহামান্য আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’
উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সকল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক
অধ্যাপক মাহফুজুর রহমান তাদের নিজ পথ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তাঁদের মধ্যে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ছাড়া সবাই আজ বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেওয়া এক প্রশাসক। তিনি বলেন, উপাচার্য স্যারসহ সবাই আজকে পদত্যাগ পত্র জমা দেন। তবে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা গত ৬ আগস্ট পদত্যাগ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তিনি তাঁর পথ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির।
তিনি বলেন, ‘উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিকেল ৩টা ২ মিনিটে পদত্যাগ করেছেন।’
এর আগে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়ার পর উপাচার্য তার পদ থেকে সরে দাঁড়ান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বিকেল ৩টার দিকে মহামান্য আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’
উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সকল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক
অধ্যাপক মাহফুজুর রহমান তাদের নিজ পথ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তাঁদের মধ্যে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ছাড়া সবাই আজ বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেওয়া এক প্রশাসক। তিনি বলেন, উপাচার্য স্যারসহ সবাই আজকে পদত্যাগ পত্র জমা দেন। তবে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা গত ৬ আগস্ট পদত্যাগ করেন।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
৪৪ মিনিট আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে