Ajker Patrika

শেরপুরে মহাসড়কের আন্ডারপাস সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে মহাসড়কের আন্ডারপাস সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শেরপুর ঢাকা বগুড়া মহাসড়ক সম্প্রসারণে নির্ধারিত স্থানে আন্ডারপাস অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সিমাবাড়ী বগুড়ার বাজার বাসস্ট্যান্ডে সকাল ১০ থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় একটি প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন বর্তমানে শিল্প এলাকা হিসেবে গড়ে উঠেছে। এখান দিয়ে মহাসড়কে একদিকে যেমন দূরপাল্লার যানবাহন চলাচল করে, অন্যদিকে এখানে সিংড়া-নাটোর ও ধুনট-কাজীপুর রুটের সংযোগ সড়ক ও রয়েছে। তাই এর গুরুত্ব বিবেচনায় মহাসড়ক সম্প্রসারণের কাজের সাসেক-এর মূল পরিকল্পনায় এখানে একটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করা হয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মূল নকশা পরিবর্তন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাঁদের এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অনুমোদিত নকশা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। 

এ সময় সিমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সাধারণ সম্পাদক মনছুর রহমান আকন্দ, সিমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান খান, সাবেক প্রো-ভিপি চঞ্চল কুমার কুন্ড, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল কবির তালুকদার, সাবেক সহসভাপতি ইকবাল হাসান, সিমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার বসাক, সিমাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক গোলাম মো. সোহাগসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত